সংবাদ শিরোনাম :
নোটিশঃ
ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশ হেনস্তার শিকার,এক নারী গ্রেপ্তার

সুচন্দন সরকার, বগুড়া
- আপডেট সময় : ০৮:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামে এই ঘটনা ঘটে।
ধুনট থানার এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক ওয়ারেন্টভুক্ত আসামি অসীমকে (৩০) ধরতে গেলে আসামির মা শিউলি বেগম (৫০) ও স্ত্রী সোহানা খাতুন (২৫) তাদের ওপর হামলা চালান। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন এবং হ্যান্ডকাপ পরা অবস্থাতেই আসামি অসীম পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে আসামির মা শিউলি বেগমকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চালমান থাকবে। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।