গোপালনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: স্টেরয়েডযুক্ত গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা
ফরিদপুরের গোপালনগর এলাকায় স্টেরয়েডজনিত অসুস্থ গরুর মাংস বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত ১০ জুলাই ২০২৫ তারিখে ফরিদপুর উপজেলার গোপালনগর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে দেখা যায়, শাকপালা এলাকা থেকে একটি অসুস্থ গরু জবাই করে তা গোপালনগর এলাকায় কেজি প্রতি ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। গরুটি পূর্বে স্টেরয়েড ব্যবহারের কারণে অসুস্থ হয়ে পড়েছিল এবং তা জবাইয়ের জন্য কোনো সরকারি অনুমোদন বা প্রত্যয়ন ছিল না।
অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জবাই করা মাংস স্থানটি থেকে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ও ফরিদপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত জনগণকে অননুমোদিতভাবে জবাই করা গরুর মাংস না কেনার ব্যাপারে সচেতনতা প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়