চাটমোহরে চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

- আপডেট সময় : ১১:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের চলনবিল এলাকায় শুক্রবার (১১ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত এ অভিযানে হান্ডিয়াল ইউনিয়নের চলনবিল এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৫৫০ পিস চায়না দুয়ারি জাল এবং ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত চায়না দুয়ারির বাজারমূল্য প্রায় ২২ লক্ষ টাকা এবং কারেন্ট জালের মূল্য আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা।
সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। হান্ডিয়ালসহ চলনবিলের অন্যান্য এলাকায়ও নজরদারি অব্যাহত থাকবে।