চাটমোহরে বিএনপি নেতাদের হুঁশিয়ারি: বিএনপিকে বিতর্কিত করার গভীর ষড়যন্ত্র চলছে

- আপডেট সময় : ০৯:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

চাটমোহরের ঐতিহাসিক বালুচর মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, বিএনপিকে বিতর্কিত করতে একটি মহল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত।
শনিবার (১২ জুন) বিকেলে আয়োজিত এই সভার প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, দেশনায়ক তারেক রহমান একজন বিস্ময়কর মেধাবী নেতা কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে প্রেরণ করেছেন। তুহিন দেশের কৃষি উন্নয়নে কাজ করবেন এবং ভবিষ্যতে এই অঞ্চলে ধানের শীষের কান্ডারী হবেন।
তিনি আরও বলেন, “বিএনপির বিরুদ্ধে একটি-দুটি দল অপপ্রচারে লিপ্ত। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কিন্তু জনগণ বিএনপির সাথেই আছে। বিএনপি কোনো সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ কিংবা অপকর্মের সাথে জড়িত কাউকে প্রশ্রয় দেয় না। কেউ যদি এমন কাজে লিপ্ত হয়, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, এই এলাকায় আমার কোনো আত্মীয়স্বজন নেই, কিন্তু আপনারাই আমার আপনজন। দয়া করে বিভক্তি ভুলে এক কাতারে আসুন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনা মেনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে।
চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন— বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা বিএনপির নেতৃবৃন্দ আব্দুস সামাদ মন্টু, আনিছুর রহমান বাবলু ও মাহমুদুন্নবী স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।