ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মেধাভিত্তিক দেশ গঠনে শিক্ষা অপরিহার্য: ব্যারিস্টার অসীম Logo রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মাদ্রাসাশিক্ষার্থীরা Logo জুলাই যোদ্ধাদের জন্য চাকরিতে কোটা থাকছে না : মুক্তিযুদ্ধ উপদেষ্টা Logo ৮ দফা দাবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষার্থীরা Logo বিআরটিএ পাবনা সার্কেলের অভিযানে ১২ টি মামলা ও ২৯ হাজার টাকা জরিমানা Logo পদ্মার ভাঙনে সুজানগরের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে শ শ বাড়ীঘর ও ফসলী জমি Logo ৭ম জন্মদিনে স্বপ্নকে শাজাহানপুর প্রেসক্লাবের উষ্ণ অভিনন্দন! Logo টাইগারদের দাপুটে বোলিংয়ে বিধ্বস্ত পাক ব্যাটাররা, মামুলি লক্ষ্য বাংলাদেশের Logo মধ্যরাতে মদ্যপ অবস্থায় নোবেলের মারামারি, অতঃপর… Logo হাতে পবিত্র কোরআন লিখলেন ৯ বছরের শিশু
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

বিএনপির দুপক্ষে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপির দুই পক্ষ।

গতকাল শনিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলনে মির্জা ফয়সালের ওপর হামলার ঘটনা ঘটে।

রোববার (১৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাড়িতে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি।

অন্যদিকে একই সময় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন হামলায় অভিযুক্ত নবনির্বাচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান।

জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. পয়গাম আলী অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট সৈয়দ আলম ও ড. টিএম মাহবুবর রহমানের নেতৃত্বে তাদের উচ্ছৃঙ্খল সমর্থকরা লাঠিসোঁটা ও চেয়ার দিয়ে হামলা এবং মির্জা ফয়সাল আমিনের গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে জেলা থেকে আসা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মির্জা ফয়সালকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেন এবং তারাও আহত হন।

পয়গাম আলী আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক, দলীয় শৃঙ্খলাপরিপন্থি ও আইনবিরোধী কর্মকাণ্ড যারা করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে হামলার জন্য জামায়াত ও আওয়ামী লীগকে দায়ী করে নবনির্বাচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান বলেন, এটি তার জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুপরিকল্পিত অপচেষ্টা।

হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, সম্মেলনের ফল ঘোষণার পর মির্জা ফয়সাল আমিন যখন বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন, তখন তার গাড়িবহরে হামলা চালানো হয়। এই বর্বর ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে আহ্বান জানাই, দ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

বিএনপির অভ্যন্তরে কোনো বিভাজন নেই দাবি করে টিএম মাহবুবর বলেন, বিএনপির কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন। সম্মেলন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে। এতে কোনো বিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বরং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, এটি আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে পূর্বপরিকল্পিত হামলা।

হামলার প্রতিবাদে বিক্ষোভ : বিএনপির সম্মেলনে মহাসচিবের ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গতকাল বিকেল সাড়ে ৫টায় উপজেলার চাড়োল ইউনিয়নে লাহিড়ী বাজারে কাউন্সিলরদের একাংশ এবং চাড়োল ইউনিয়ন বিএনপির নেতারা এ বিক্ষোভ করেন। মিছিলটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবীর বাড়ি থেকে বের হয়ে লাহিড়ী বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু, সহসভাপতি আজমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজমুল মিঞা, লাহিড়ীর আঞ্চলিক শাখার ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপির দুপক্ষে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপির দুই পক্ষ।

গতকাল শনিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলনে মির্জা ফয়সালের ওপর হামলার ঘটনা ঘটে।

রোববার (১৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাড়িতে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি।

অন্যদিকে একই সময় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন হামলায় অভিযুক্ত নবনির্বাচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান।

জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. পয়গাম আলী অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট সৈয়দ আলম ও ড. টিএম মাহবুবর রহমানের নেতৃত্বে তাদের উচ্ছৃঙ্খল সমর্থকরা লাঠিসোঁটা ও চেয়ার দিয়ে হামলা এবং মির্জা ফয়সাল আমিনের গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে জেলা থেকে আসা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মির্জা ফয়সালকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেন এবং তারাও আহত হন।

পয়গাম আলী আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক, দলীয় শৃঙ্খলাপরিপন্থি ও আইনবিরোধী কর্মকাণ্ড যারা করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে হামলার জন্য জামায়াত ও আওয়ামী লীগকে দায়ী করে নবনির্বাচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান বলেন, এটি তার জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুপরিকল্পিত অপচেষ্টা।

হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, সম্মেলনের ফল ঘোষণার পর মির্জা ফয়সাল আমিন যখন বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন, তখন তার গাড়িবহরে হামলা চালানো হয়। এই বর্বর ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে আহ্বান জানাই, দ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

বিএনপির অভ্যন্তরে কোনো বিভাজন নেই দাবি করে টিএম মাহবুবর বলেন, বিএনপির কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন। সম্মেলন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে। এতে কোনো বিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বরং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, এটি আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে পূর্বপরিকল্পিত হামলা।

হামলার প্রতিবাদে বিক্ষোভ : বিএনপির সম্মেলনে মহাসচিবের ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গতকাল বিকেল সাড়ে ৫টায় উপজেলার চাড়োল ইউনিয়নে লাহিড়ী বাজারে কাউন্সিলরদের একাংশ এবং চাড়োল ইউনিয়ন বিএনপির নেতারা এ বিক্ষোভ করেন। মিছিলটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবীর বাড়ি থেকে বের হয়ে লাহিড়ী বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু, সহসভাপতি আজমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজমুল মিঞা, লাহিড়ীর আঞ্চলিক শাখার ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রমুখ।