বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের ছোট্ট গ্রাম লক্ষীকোলা আজ এক অনন্য গর্বের সাক্ষী। কারণ, এই গ্রামেরই গর্বিত কন্যা, বিএএফ শাহীন কলেজ, বগুড়া’র এসএসসি পরীক্ষার্থী মোছাঃ স্বর্ণালী আক্তার দৃষ্টি এবারের পরীক্ষায় ১২৮৩ নম্বর পেয়ে সারাদেশে দ্বিতীয় এবং রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। তার এই কৃতিত্বে শুধু তার পরিবার নয়, গোটা ইউনিয়ন এবং উপজেলা আনন্দে ভাসছে।
যেখানে এক সময়ের অটোপাস সংস্কৃতিতে মেধার অবমূল্যায়ন হচ্ছিল, সেখানে দৃষ্টির অসাধারণ এই ফলাফল প্রমাণ করে দিয়েছে—আসল প্রতিভা কখনো চাপা পড়ে না। তার এই মেধা, একাগ্রতা ও অধ্যবসায় আজকের প্রজন্মের জন্য অনন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
এই গৌরবোজ্জ্বল মুহূর্তে উপস্থিত ছিলেন—মোঃ জাহিদ হাসান শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মোঃ সাইদুজ্জামান সরকার, যুগ্ম আহ্বায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, মোঃ বাবু, যুবদল নেতা, মোঃ শাহরিয়ার শাকিল ও আব্দুল হাকিম, যুগ্ম আহ্বায়ক, মোকামতলা ইউনিয়ন ছাত্রদল, মোঃ রাফিউল ইসলাম, দেউলী ইউনিয়ন ছাত্রদল
দৃষ্টির পিতা মোঃ দেলোয়ার হোসেন এবং মাতা মোছাঃ জান্নাতুন নাঈম মেয়ের এই কৃতিত্বে ভীষণ গর্বিত। তারা জানান, দৃষ্টির শুরু থেকেই স্বপ্ন ছিল বড় কিছু করার। তার এই অর্জন প্রমাণ করেছে—স্বপ্ন আর পরিশ্রম মিললেই সফলতা আসে। স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী দৃষ্টিকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন। তারা বলেন, দৃষ্টি শুধু লক্ষীকোলার নয়—সমগ্র শিবগঞ্জের অহংকার।
স্বর্ণালী আক্তার দৃষ্টির এই মেধা ও মননের জয়যাত্রা একদিন তাকে নিয়ে যাবে দেশসেবার উচ্চ পর্যায়ে—এমনটাই প্রত্যাশা সবার। আমরা তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানাই। “সফলতা কারো দান নয়, এটি মেধা ও পরিশ্রমের ফসল। স্বর্ণালীর অর্জন সে কথাই আবারও স্মরণ করিয়ে দিলো।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়