পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নতুন বল্লভপুর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী চরক খোলার শিব মন্দিরের ঘর নির্মাণের জন্য এলজিইডি ও এলডিবি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় উন্নয়ন বোর্ড) থেকে পাঁচ লক্ষ টাকার অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে।
রবিবার দুপুর ১১:৩০ ঘটিকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থের আনুষ্ঠানিক ঘোষণা ও হস্তান্তর সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনজুরুল আলম এবং হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান আতিক সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাটমোহর পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক চক্রবর্তী,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিএনপি নেতা জাহিদুল ইসলাম,নতুন বল্লভপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বরেন্দ্রনাথ ভট্টাচার্য,সেক্রেটারি বাসুদেব গোস্বামী,সদস্য অপূর্ব কৃষ্ণ গোস্বামী,হান্ডিয়াল মিস্ত্রিপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী কুটিশ্বর চন্দ্র দেব,বিএনপি হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক নেতা ইসমাইল হোসেন মেম্বার,বিএনপির হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক ছহির উদ্দিন স্বপন,বিএনপির সাবেক নেতা সোহেল রানা,জামায়াতে ইসলামী হান্ডিয়াল শাখার আমির ডা. মুনসুর রহমান,জামায়াতের মজলিস সদস্য মুফতি আল-আমিন, হান্ডিয়াল কলেজের প্রভাষক মোঃ নাজিমউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ সরকার প্রমুখ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়। বক্তব্যে বক্তারা বলেন, "এই অনুদান শুধু একটি ধর্মীয় স্থাপনার জন্যই নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বড় উদাহরণ।"
শিব মন্দিরের ঘর নির্মাণ কাজ অচিরেই শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানান। উপস্থিত সবার অভিমত, এই উদ্যোগ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় চর্চা এবং ঐতিহ্য সংরক্ষণের পথকে আরও মজবুত করবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়