সংবাদ শিরোনাম :
নোটিশঃ
বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সুচন্দন সরকার, বগুড়া
- আপডেট সময় : ০৬:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। আটককৃতরা হলেন মো. শামীম মিয়া (২০) এবং মো. লিয়ন মিয়া (২২)। গতকাল রবিবার (১৩ জুন) আনুমানিক ১টা ১০ মিনিটে বনানী এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের কাছ থেকে গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি স্মার্ট মোবাইল ফোন, তিনটি সিম এবং নগদ ১,০০০ টাকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।