মিনি কক্সবাজার খ্যাত শাহজাদপুরের রেশমবাড়িতে বর্ষার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

- আপডেট সময় : ০১:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ২০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেশমবাড়ি এলাকাটি বর্তমানে পরিণত হয়েছে পর্যটকদের অন্যতম গন্তব্যে। চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য, বিস্তীর্ণ জলরাশি আর রেশমবাড়ির কোলঘেঁষে থাকা সবুজ প্রকৃতি মিলিয়ে অনেকেই একে বলছেন “মিনি কক্সবাজার”। বিশেষ করে বর্ষা মৌসুমে জায়গাটি হয়ে ওঠে আরও মোহময়।
বর্ষার পানিতে চারপাশে গড়ে উঠেছে বিস্তৃত জলধারা, ঝিরিঝিরি বাতাসে ঢেউ খেলছে পানির বুক জুড়ে। নৌকা ride, ছবি তোলা, প্রকৃতির সৌন্দর্য উপভোগসহ নানা অভিজ্ঞতা নিতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে পিকনিক বা একদিনের ভ্রমণের উদ্দেশ্যে আসছেন এই রেশমবাড়িতে।
ঢাকা, রাজশাহী, পাবনা, নাটোর, বগুড়া থেকেও ভ্রমণপিপাসুরা ছুটে আসছেন জায়গাটির সুনাম শুনে। স্থানীয় হোটেল ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেন, “এই জায়গাটার সৌন্দর্য এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। বর্ষায় তো রীতিমতো পর্যটন মৌসুম শুরু হয়ে যায় এখানে।”
স্থানীয় প্রশাসন যদি পর্যাপ্ত অবকাঠামো, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা করে, তবে রেশমবাড়ি চলনবিলের অন্যতম ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
পর্যটকদের সুবিধার্থে এখনই রাস্তাঘাট উন্নয়ন, শৌচাগার, বিশ্রামাগার এবং খাবার দোকানসহ মৌলিক অবকাঠামো তৈরির দাবি তুলেছেন এলাকাবাসী ও স্থানীয় উদ্যোক্তারা।
রেশমবাড়ির এক দর্শনার্থী শিক্ষার্থী বলেন, “এমন মনোমুগ্ধকর দৃশ্য শহরের কংক্রিটের ভিড়ে কখনোই দেখা যায় না। বর্ষায় এখানে এসে প্রকৃতির এক অন্য রূপ দেখতে পেলাম।”
পর্যটনের সম্ভাবনা থাকলেও সঠিক পরিকল্পনা ও সরকারি উদ্যোগের অভাবে সম্ভাবনাগুলো পূর্ণরূপ পাচ্ছে না—এমন আক্ষেপও রয়েছে স্থানীয়দের মাঝে।
রেশমবাড়ি:
অবস্থান: শাহজাদপুর উপজেলা, সিরাজগঞ্জ
বৈশিষ্ট্য: বর্ষায় জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, চলনবিলের অংশবিশেষ
পর্যটন সম্ভাবনা: অত্যন্ত সম্ভাবনাময়, যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়