বগুড়ায় যুবদল কার্যালয়ে জয়নাল আবেদীন চাঁনের গুরুত্ববহ বক্তব্যে উজ্জীবিত নেতাকর্মীরা

- আপডেট সময় : ১১:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

বগুড়া জেলা যুবদলের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় আজ বিকেলে, যেখানে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলী আজগর তালুকদার হেনা, এবং জেলা বিএনপির সহ-সভাপতি জনাব এম. আর. ইসলাম স্বাধীন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জয়নাল আবেদীন চাঁন বলেন,“দেশ আজ এক ভয়াবহ দুঃশাসনের মুখোমুখি। এই প্রেক্ষাপটে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের রাজপথে সক্রিয় হতে হবে।
তিনি আরও বলেন,“তরুণরাই আমাদের দলের শক্তি। যুবদল হলো আন্দোলনের ফ্রন্টলাইন—তাদেরকেই নেতৃত্ব দিতে হবে সামনে থেকে।অনুষ্ঠানে নেতৃবৃন্দ পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন যুবদলের জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
সৌজন্য সাক্ষাৎটি ছিল উৎসাহব্যঞ্জক, যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল রাজনৈতিক উজ্জীবন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত।