বগুড়ার শাহজাহানপুর উপজেলার দুবলাগাড়ী বাজার সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি কাঠের ফার্নিচারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুবলাগাড়ী বাজার সংলগ্ন মোঃ হারুনুর রশিদ (৫০) নামের এক ব্যক্তির কাঠের ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে। হারুনুর রশিদ মাঝিড়া গ্রামের মোহাম্মদ আলী মুনসির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করেই দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা সমস্ত কাঠের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এই অগ্নিকাণ্ডে মোঃ হারুনুর রশিদের প্রায় ১৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়