গণঅভ্যুত্থানের বীরদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভা

- আপডেট সময় : ০৯:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

জুলাই -আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ খোকন পার্কে এক স্মরণ সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে আয়োজিত এই সভায় শ্রদ্ধা জানানো হয় দেশের গণতান্ত্রিক ইতিহাসের সাহসী সূর্যসন্তানদের।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেন,
“ছাত্র-জনতার বীরোচিত লড়াই আমাদের অহংকার। এই সংগ্রামের মাধ্যমে জাতি দুঃশাসনের বিরুদ্ধে নতুন পথ দেখেছে। শহিদদের আত্মত্যাগ আমাদের চেতনাকে জাগ্রত রাখবে প্রতিনিয়ত।
সভায় আরও বক্তব্য রাখেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমুখ।
বক্তারা ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, গণ-আন্দোলনের অংশীজনদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার ছাত্রদল নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।