ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

চাটমোহরে কুখ্যাত মাদক ব্যবসায়ী দিলীপসহ ৩ জন আটক

চলনবিলের সময় নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১২ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার চাটমোহর উপজেলায় আবারও মাদকের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল পৌর সদরসহ আশপাশের এলাকায় একযোগে অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী দিলীপ দত্তসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়, অপরজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পাঠানো হয়েছে কারাগারে।

আটককৃতদের মধ্যে রয়েছেন—চাটমোহর পৌরসভার দোলবেদিতলা এলাকার মনোরঞ্জন দত্তের ছেলে দিলীপ দত্ত (৫৮), হান্ডিয়াল পানাকুড়া গ্রামের  নবির উদ্দিনের ছেলে মাদকসেবী আব্দুল মমিন (৩৮) এবং ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়া গ্রামের মানিকুল্লাহ সরকারের ছেলে আশরাফুল ইসলাম (৫৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই দিলীপ দত্তকে নজরে রাখা হচ্ছিল। দর্শনা ও বগুড়া এলাকা থেকে দেশি-বিদেশি মদ সংগ্রহ করে নিজ বাড়ি থেকেই বিক্রি করতেন তিনি। শুধু তাই নয়, গ্রাহকদের বাসায় হোম ডেলিভারির ব্যবস্থাও ছিল তার। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ ছিল তার নিয়মিত ক্রেতা। এই ঘটনায় তার মাদক বিক্রয়ের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অপর আটক দুইজন গাঁজা ও হেরোইনের মতো মারাত্মক মাদকদ্রব্যসহ নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার হয়েছেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, “মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একযোগে কাজ করছে। কেউ ছাড় পাবে না। জনগণকে মাদকের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই। দিলীপের পরিবারকে সতর্ক করে দেওয়া হয়েছে—পরবর্তীতে তাদের কেউ যদি এ কাজে জড়ায়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এমন অভিযান চলবে নিয়মিতভাবেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

চাটমোহরে কুখ্যাত মাদক ব্যবসায়ী দিলীপসহ ৩ জন আটক

আপডেট সময় : ০৫:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

পাবনার চাটমোহর উপজেলায় আবারও মাদকের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল পৌর সদরসহ আশপাশের এলাকায় একযোগে অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী দিলীপ দত্তসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়, অপরজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পাঠানো হয়েছে কারাগারে।

আটককৃতদের মধ্যে রয়েছেন—চাটমোহর পৌরসভার দোলবেদিতলা এলাকার মনোরঞ্জন দত্তের ছেলে দিলীপ দত্ত (৫৮), হান্ডিয়াল পানাকুড়া গ্রামের  নবির উদ্দিনের ছেলে মাদকসেবী আব্দুল মমিন (৩৮) এবং ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়া গ্রামের মানিকুল্লাহ সরকারের ছেলে আশরাফুল ইসলাম (৫৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই দিলীপ দত্তকে নজরে রাখা হচ্ছিল। দর্শনা ও বগুড়া এলাকা থেকে দেশি-বিদেশি মদ সংগ্রহ করে নিজ বাড়ি থেকেই বিক্রি করতেন তিনি। শুধু তাই নয়, গ্রাহকদের বাসায় হোম ডেলিভারির ব্যবস্থাও ছিল তার। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ ছিল তার নিয়মিত ক্রেতা। এই ঘটনায় তার মাদক বিক্রয়ের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অপর আটক দুইজন গাঁজা ও হেরোইনের মতো মারাত্মক মাদকদ্রব্যসহ নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার হয়েছেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, “মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একযোগে কাজ করছে। কেউ ছাড় পাবে না। জনগণকে মাদকের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই। দিলীপের পরিবারকে সতর্ক করে দেওয়া হয়েছে—পরবর্তীতে তাদের কেউ যদি এ কাজে জড়ায়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এমন অভিযান চলবে নিয়মিতভাবেই।