নড়াইলের লোহাগড়ায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর শেখ (৫৫) ও তার ছেলে নাহিদ শেখ (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাহিরপারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নড়াইলের লোহাগাড়া উপজেলার বাইরেপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখ ও কাউসার শেখ ওরফে মান্দার শেখের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার বেলা ১১টার দিকে মাঠের মধ্যে জাহাঙ্গীর শেখ পাট কাটতে যায়। এ সময় মান্দার শেখ ও তার ছেলেদের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় মান্দার শেখসহ তার ছেলেরা জাহাঙ্গীর শেখকে (৫৫) কুপিয়ে গুরুতর যখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ছাড়া তার ছেলে নাহিদকে কুপিয়ে গুরুতর যখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে নাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে বিকেলে পথেই মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় প্রতিপক্ষের কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, জায়গা-জমিকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধ ছিল। একপক্ষ জমিতে কাজ করতে গেলে আরেকপক্ষ হামলা চালায়। এতে দুপক্ষের লোকই আহত হয়েছে। ঘটনাস্থলে জাহাঙ্গীর নামে একজন কৃষক নিহত হয়েছে। নিহত ওই কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার ছেলে নাহিদ ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়