ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ সময় আদায় হয়েছে মোট ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৯২ হাজার ৬২৬ কোটি টাকা বা ১৯ দশমিক ৯৮ শতাংশ কম।

মূল বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়।

তবে আশার আলো হিসেবে, আগের ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় ২ দশমিক ২৩ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন
অর্থবছরের শেষ মাস জুনে সাধারণত রাজস্ব আদায়ের হার বেশি থাকে। কিন্তু এবার সেই ধারা ব্যাহত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুনে আদায় হয়েছে প্রায় ৪৩ হাজার ৯২ কোটি টাকা, যা আগের বছরের জুনের তুলনায় ৯ হাজার ৯৫৫ কোটি টাকা কম।

এনবিআর কর্মকর্তারা জানান, এনবিআর ভেঙে দুটি বিভাগ করার ঘোষণার পর আন্দোলনের কারণে প্রায় দেড় মাস আমদানি-রপ্তানিসহ নানা কার্যক্রম ব্যাহত হয়, যা রাজস্ব আদায়ে প্রভাব ফেলে। আন্দোলনটি ১২ মে থেকে শুরু হয়ে চলে ২৯ মে পর্যন্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, আয়কর ও ভ্রমণ কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০ কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪২ হাজার ৪০৫ কোটি টাকা কম।

স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২৯ হাজার ৯০৯ কোটি টাকা কম।

কাস্টমস (শুল্ক) খাতে আদায় হয়েছে ১ লাখ ১৯৮ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২০ হাজার ৫১০ কোটি টাকা। এ খাতেও ঘাটতি ২০ হাজার ৩১২ কোটি টাকা।

যদিও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, তবু আগের অর্থবছরের তুলনায় আয়কর, ভ্যাট ও শুল্কে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২ দশমিক ৮৭, ৩ দশমিক ০১ এবং শূন্য দশমিক ৩৩ শতাংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জুন মাসে সাধারণত প্রতিদিন ২ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আসে। কিন্তু আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। তবে চূড়ান্ত হিসাব এলে রাজস্ব কিছুটা বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা

আপডেট সময় : ১০:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ সময় আদায় হয়েছে মোট ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৯২ হাজার ৬২৬ কোটি টাকা বা ১৯ দশমিক ৯৮ শতাংশ কম।

মূল বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়।

তবে আশার আলো হিসেবে, আগের ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় ২ দশমিক ২৩ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন
অর্থবছরের শেষ মাস জুনে সাধারণত রাজস্ব আদায়ের হার বেশি থাকে। কিন্তু এবার সেই ধারা ব্যাহত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুনে আদায় হয়েছে প্রায় ৪৩ হাজার ৯২ কোটি টাকা, যা আগের বছরের জুনের তুলনায় ৯ হাজার ৯৫৫ কোটি টাকা কম।

এনবিআর কর্মকর্তারা জানান, এনবিআর ভেঙে দুটি বিভাগ করার ঘোষণার পর আন্দোলনের কারণে প্রায় দেড় মাস আমদানি-রপ্তানিসহ নানা কার্যক্রম ব্যাহত হয়, যা রাজস্ব আদায়ে প্রভাব ফেলে। আন্দোলনটি ১২ মে থেকে শুরু হয়ে চলে ২৯ মে পর্যন্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, আয়কর ও ভ্রমণ কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০ কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪২ হাজার ৪০৫ কোটি টাকা কম।

স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২৯ হাজার ৯০৯ কোটি টাকা কম।

কাস্টমস (শুল্ক) খাতে আদায় হয়েছে ১ লাখ ১৯৮ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২০ হাজার ৫১০ কোটি টাকা। এ খাতেও ঘাটতি ২০ হাজার ৩১২ কোটি টাকা।

যদিও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, তবু আগের অর্থবছরের তুলনায় আয়কর, ভ্যাট ও শুল্কে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২ দশমিক ৮৭, ৩ দশমিক ০১ এবং শূন্য দশমিক ৩৩ শতাংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জুন মাসে সাধারণত প্রতিদিন ২ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আসে। কিন্তু আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। তবে চূড়ান্ত হিসাব এলে রাজস্ব কিছুটা বাড়তে পারে।