সিরাজগঞ্জে দুই মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড চার গ্রাম

- আপডেট সময় : ০১:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

মঙ্গলবার দুপুরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের কারণে গাছপালা পড়ে গিয়ে চলাচলের রাস্তা ও বিদ্যুত্সংযোগ বন্ধ হয়ে গেছে।
রতনকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার দুপুর ২টার পর গ্রামগুলোর এক পাশ থেকে কালো মেঘের মতো ভেসে আসতে থাকে।
মাত্র দুই মিনিটের মধ্যে গ্রামগুলোর বহু বসতবাড়ির টিনের ঘর ও গাছপালা ভেঙে গেছে। কিছু কিছু ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। বেশ কিছু গাছপালা রাস্তার ওপরে ভেঙে পড়ে যাওয়ায় কয়েকটি চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুত্সংযোগ বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, এ ছাড়া আবাদি জমির ফসল নষ্ট হয়ে গেছে।
চরচিলগাছা গ্রামের ক্ষতিগ্রস্ত রুবেল মিয়া বলেন, বৃষ্টির সময় পরিবার-পরিজন নিয়ে ঘরের মধ্যে বসে ছিলাম। হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলে আমার সংসারের সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে।
কোনো রকম প্রাণ রক্ষা করতে পেরেছি। ঝড়ে বসতঘর উড়ে যাওয়ায় পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে রয়েছি।
রতনকান্দি ইউপির প্রশাসনিক কর্মকর্তা জুবায়েল হোসেন বলেন, ‘শুধু চরচিলগাছাতেই অন্তত ৫০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএনও অফিসে সংবাদ পাঠানো হয়েছে। তারা আসার পরই প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা দেওয়া হবে।
রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মিসবাহ বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।