পাবনার চাটমোহর উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযানগুলো গত ৭২ ঘণ্টায় পরিচালনা করা হয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, বুধবার (১৬ জুলাই) রাতে প্রথম অভিযান চালিয়ে ডিবিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, দাথিয়া কয়ড়াপাড়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মো. আলতাব হোসেন সরকার (৫৩) এবং হান্ডিয়াল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি, হাসপুর গ্রামের মৃত ইজুত আলী মোল্লার ছেলে মো. সাইদুর রহমান (৪৫) কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে বৃহস্পতিবার ও শুক্রবার আরও তিনজনকে আটক করা হয়। তারা হলেন—হরিপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত এবাদ সরকারের ছেলে, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজাউল করিম (৫০), নিমাইচড়া ইউনিয়নের সমাজ বলজপুর গ্রামের মৃত বয়জাল প্রামাণিকের ছেলে, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোমিন (৫৫) এবং মূলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত ইয়াছিন প্রামানিকের ছেলে, ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. হযরত আলী (৫৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। আদালতের নির্দেশে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়