ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

সাবেক এমপি, বিএনপি নেতা আ. মান্নান তালুকদার আর নেই

চলনবিলের সময়। তাড়াশ উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৯ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিক আব্দুল মান্নান তালুকদার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে বিএনপি ও তার নির্বাচনী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক রাকিবুল করিম খান পাপ্পু, ভিপি আইনুল হক, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার চলনবিল অধ্যুষিত ধুবিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে তাঁর জন্ম। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের জমিদার ও ‘কাটার মহল পরগনার’ প্রতিষ্ঠাতা মুন্সি আব্দুর রহমান তালুকদারের বংশধর জমিদার ফজলার রহমান তালুকদারের পঞ্চম সন্তান।

১৯৫৪ সালে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন এবং এখান থেকেই তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। পরে রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারি পেশায় যুক্ত হন।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি সিরাজগঞ্জ-৩ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর পরপর চারবার তিনি ওই আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১-২০০৬ মেয়াদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে রায়গঞ্জ-তাড়াশসহ পুরো সিরাজগঞ্জ জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আইনুল হক জানান, উপজেলা বিএনপির পক্ষ থেকে তিন দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক এমপি, বিএনপি নেতা আ. মান্নান তালুকদার আর নেই

আপডেট সময় : ১১:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিক আব্দুল মান্নান তালুকদার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে বিএনপি ও তার নির্বাচনী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক রাকিবুল করিম খান পাপ্পু, ভিপি আইনুল হক, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার চলনবিল অধ্যুষিত ধুবিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে তাঁর জন্ম। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের জমিদার ও ‘কাটার মহল পরগনার’ প্রতিষ্ঠাতা মুন্সি আব্দুর রহমান তালুকদারের বংশধর জমিদার ফজলার রহমান তালুকদারের পঞ্চম সন্তান।

১৯৫৪ সালে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন এবং এখান থেকেই তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। পরে রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারি পেশায় যুক্ত হন।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি সিরাজগঞ্জ-৩ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর পরপর চারবার তিনি ওই আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১-২০০৬ মেয়াদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে রায়গঞ্জ-তাড়াশসহ পুরো সিরাজগঞ্জ জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আইনুল হক জানান, উপজেলা বিএনপির পক্ষ থেকে তিন দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।