চাটমোহরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা

- আপডেট সময় : ১১:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চাটমোহর পৌর এলাকার দোলবেদিতলাস্থ বাজুসের অস্থায়ী কার্যালয় থেকে র্যালিটি যাত্রা শুরু করে এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রতিষ্ঠান প্রাঙ্গণে কেক কাটার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজুস চাটমোহর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা, স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী, মালিক এবং কর্মচারীবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বাজুসের উপজেলা শাখার সভাপতি সুশান্ত রায় এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রান্টু।
বক্তারা বলেন, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে দেশের জুয়েলারি ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কর্মচারী ও ক্রেতাদের সুরক্ষায় সংগঠনটি নিবিড়ভাবে কাজ করে চলেছে।
বক্তারা আরও বলেন, ব্যবসায়ীদের উন্নয়ন ও সংগঠন পরিচালনায় সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা একান্ত প্রয়োজন।