যশোরের কেশবপুরে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার কমিটির উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিংড়া বাজারে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বিশাল মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার প্রচারে যশোরের কেশবপুরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও সময়ের চাহিদা অনুযায়ী রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারে বিএনপি অঙ্গীকারবদ্ধ। সেজন্য ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেন। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের মন জয়ে কাজ করার আহ্বান জানান।
সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার আমানত আলীর সভাপতি পথসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক খা, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার ও বিএনপি নেতা জিয়ামত আলী এবং যুবদল নেতা ইয়াসিন আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বিএনপি নেতা শাহাবুদ্দিন বাবলু, মাস্টার সিরাজুল ইসলাম, আহাদ আলী, আব্দুল জলিল, আনিসুর রহমান হানু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়