স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল

- আপডেট সময় : ০৩:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক তার স্ত্রী রিয়া মনি খাতুনকে (২১) তালাক দিয়ে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করেছেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে মনের স্বস্তি হিসেবে দুধ দিয় গোসল করেন ওই যুবক।
স্থানীয়রা জানান, হৃদয় মিয়া এক বছর আগে একই গ্রামের রিয়া মনিকে ২ লাখ ৮৫ হাজার টাকা দেনমোহরসাপেক্ষে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমানিল্য চলতে থাকে। এরই একপর্যায়ে বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। এ সময় মোহরনার সব টাকা বুঝে দেওয়া হয় মেয়ের অভিভাবকে। স্ত্রীকে তালাক দেওয়ার আনন্দে শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া। এ সময় গ্রাম্য গানগীত গেয়ে মহা আয়োজনে হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাদ গ্রহণ করে স্বজনরা। এতে উৎসুক জনতার ঢল নামে। মুহূর্তে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানা অশান্তি তৈরি করছিল। তাকে নিয়ে কখনো প্রশান্তি মিলেনি। অনেক মুখ বুজে সহ্য করার একপর্যায়ে রিয়া মনিকে তালাকা দিয়ে অনেকটা স্বস্তি ফিরেছে মনে। এই আনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছি।
সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ওই স্থানে দুধ দিয়ে গোসল করার ঘটনাটি লোকমুখে শুনেছি।