ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

টাঙ্গুয়ার হাওরে দুই বোটের সংঘর্ষে আহত ৯

চলনবিলের সময় নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৮ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরগামী ভ্রমণ তরী হাউস বোট ও পর্যটকবাহী সোনিয়া জল পরিবহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাঝিসহ ৯ পর্যটক আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় উপজেলার টাঙ্গুয়ার হাওরের ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, জগন্নাথপুর শাহজালাল কলেজের প্রভাষক আমিনুল হক, নাবিদ হাসান, সাকিন আহমদ, শামসুন্নাহার, শাসছিয়া, রেজুয়ান মিয়াসহ ৯ জন। সোনিয়া জল পরিবহন নৌকার মাঝি কামাল উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে পরিচালিত দোতলা বিশিষ্ট ভ্রমণ তরী নামের হাউস বোটটি পর্যটক নিয়ে ভ্রমণ শেষে সুনামগঞ্জের উদ্দেশ্যে ফিরে আসছিল। অপর দিকে পর্যটকবাহী লোকাল সোনিয়া জল পরিবহন নামের ছোট বোটটি পর্যটক নিয়ে টাঙ্গুয়ার হাওর থেকে নিলাদ্রী লেক পাড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ছিলানী তাহিরপুরের সামনে পাটলাই নদীতে দোতলা বিশিষ্ট ভ্রমণ তরী হাউস বোটটি বেপরোয়াভাবে এসে পর্যটকবাহী ছোট নৌকা সোনিয়া পরিবহনের উপরে তুলে দেয়। এ সময় সোনিয়া জল পরিবহনে থাকা মাঝিসহ পর্যটকরা আহত হন।

আহত হাবিবুর রহমান বলেন, আমরা ১৬ জনের পরিবার-পরিজন নিয়ে একটি ছোট নৌকায় হাওরে ঘুরতে এসেছি। যখন বড় হাউস বোটটি আমাদের নৌকার উপর তুলে দেয় তখন আমি নামাজে ছিলাম। মারাত্মক ধাক্কায় আমি নামাজ ছেড়ে দেখি বাচ্চাসহ আমার বোটের দুজন পানিতে পড়ে গেছে। আমি ও আমার ড্রাইভার পানিতে ঝাঁপ দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করি। এ সময় একটি স্পিডবোট এসে আমাদের উদ্ধার করে। আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি। আমাদের পাঁচটি মোবাইল ও দুটি ডিএসএলআর ক্যামেরা হারিয়ে গেছে।

তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রব্বানী বলেন, বোট দুটি আমাদের সমিতির না। দোতলা বিশিষ্ট হাউস বোটটি অনেক বড়, এটি এ নদীতে চলার মতো না। দোতলা বিশিষ্ট হাউস বোটটির অদক্ষ সুকানির কারণে এ সংঘর্ষ হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

ভ্রমণ তরী হাউস বোটের পরিচালক ফয়জুল ইসলাম বলেন, টাঙ্গুয়ার হাওরে আমাদের দুটি হাউস বোট রয়েছে। আমি অন্য একটি বোটে ছিলাম। আমি খবর পেয়ে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত নৌকায় চলে আসি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি। আমি এখন থানায় আছি। স্থানীয়দের নিয়ে আলোচনা হচ্ছে। সমাধান করে চলে যাব।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পর্যটকবাহী দুই হাউস বোটে সংঘর্ষের খবর পেয়েছি। দুই হাউস বোটের লোকজন থানায় আছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনায় আছি, সমাধানের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টাঙ্গুয়ার হাওরে দুই বোটের সংঘর্ষে আহত ৯

আপডেট সময় : ০৭:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরগামী ভ্রমণ তরী হাউস বোট ও পর্যটকবাহী সোনিয়া জল পরিবহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাঝিসহ ৯ পর্যটক আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় উপজেলার টাঙ্গুয়ার হাওরের ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, জগন্নাথপুর শাহজালাল কলেজের প্রভাষক আমিনুল হক, নাবিদ হাসান, সাকিন আহমদ, শামসুন্নাহার, শাসছিয়া, রেজুয়ান মিয়াসহ ৯ জন। সোনিয়া জল পরিবহন নৌকার মাঝি কামাল উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে পরিচালিত দোতলা বিশিষ্ট ভ্রমণ তরী নামের হাউস বোটটি পর্যটক নিয়ে ভ্রমণ শেষে সুনামগঞ্জের উদ্দেশ্যে ফিরে আসছিল। অপর দিকে পর্যটকবাহী লোকাল সোনিয়া জল পরিবহন নামের ছোট বোটটি পর্যটক নিয়ে টাঙ্গুয়ার হাওর থেকে নিলাদ্রী লেক পাড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ছিলানী তাহিরপুরের সামনে পাটলাই নদীতে দোতলা বিশিষ্ট ভ্রমণ তরী হাউস বোটটি বেপরোয়াভাবে এসে পর্যটকবাহী ছোট নৌকা সোনিয়া পরিবহনের উপরে তুলে দেয়। এ সময় সোনিয়া জল পরিবহনে থাকা মাঝিসহ পর্যটকরা আহত হন।

আহত হাবিবুর রহমান বলেন, আমরা ১৬ জনের পরিবার-পরিজন নিয়ে একটি ছোট নৌকায় হাওরে ঘুরতে এসেছি। যখন বড় হাউস বোটটি আমাদের নৌকার উপর তুলে দেয় তখন আমি নামাজে ছিলাম। মারাত্মক ধাক্কায় আমি নামাজ ছেড়ে দেখি বাচ্চাসহ আমার বোটের দুজন পানিতে পড়ে গেছে। আমি ও আমার ড্রাইভার পানিতে ঝাঁপ দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করি। এ সময় একটি স্পিডবোট এসে আমাদের উদ্ধার করে। আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি। আমাদের পাঁচটি মোবাইল ও দুটি ডিএসএলআর ক্যামেরা হারিয়ে গেছে।

তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রব্বানী বলেন, বোট দুটি আমাদের সমিতির না। দোতলা বিশিষ্ট হাউস বোটটি অনেক বড়, এটি এ নদীতে চলার মতো না। দোতলা বিশিষ্ট হাউস বোটটির অদক্ষ সুকানির কারণে এ সংঘর্ষ হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

ভ্রমণ তরী হাউস বোটের পরিচালক ফয়জুল ইসলাম বলেন, টাঙ্গুয়ার হাওরে আমাদের দুটি হাউস বোট রয়েছে। আমি অন্য একটি বোটে ছিলাম। আমি খবর পেয়ে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত নৌকায় চলে আসি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি। আমি এখন থানায় আছি। স্থানীয়দের নিয়ে আলোচনা হচ্ছে। সমাধান করে চলে যাব।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পর্যটকবাহী দুই হাউস বোটে সংঘর্ষের খবর পেয়েছি। দুই হাউস বোটের লোকজন থানায় আছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনায় আছি, সমাধানের চেষ্টা করছি।