চাটমোহরের হান্ডিয়াল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম সবুর মিঞা আর নেই

- আপডেট সময় : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের পেশ ইমাম হযরত মাওলানা সবুর মিঞা (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আনুমানিক ৫.০০ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা সবুর মিঞা ছিলেন অত্যন্ত সৎ, ধর্মপ্রাণ ও জনদরদী এক আলেম। তিনি শুধু ইমামতি করতেন না, বরং এলাকার মানুষের ধর্মীয় শিক্ষার প্রসারে আমৃত্যু কাজ করে গেছেন। ধর্মীয় বক্তা, শিশু-কিশোরদের ইসলামি শিক্ষার শিক্ষক এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে একজন সক্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি।
তিনি মৃত্যুকালে চার ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে হান্ডিয়ালসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করে তাকে ‘আল্লাহভীরু ও পরহেযগার একজন আলেম’ হিসেবে স্মরণ করেছেন।
এদিকে মাওলানা সবুর মিঞার মৃত্যুতে চলনবিলের সময় পত্রিকার পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, “মাওলানা সবুর মিঞা একজন আলোকিত মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।”
তার জানাজা ও দাফন সংক্রান্ত বিষয়টি পারিবারিকভাবে নির্ধারণ করে পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।