উত্তরায় বিমান বিধ্বস্ত
দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা, সেই শিক্ষিকা লাইফ সাপোর্টে

- আপডেট সময় : ১০:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৬ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে স্কুলের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী (৪২) দগ্ধ হন। দগ্ধ শরীর নিয়েই শিশুদের বাঁচানোর চেষ্টা করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন তিনি। তার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মাহরিনের স্বামী মনসুর হেলাল।
মনসুর হেলাল বলেন, ‘মাহরিন জানিয়েছে, স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হচ্ছিল সে। ঠিক তখনই গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। নিজে দগ্ধ হলেও সে সময় বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করে।’
সরেজমিনে দেখা যায়, বার্ন ইউনিটের আইসিইউতে বেঁচে থাকার লড়াই করছেন মাহরিন চৌধুরী। হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছেন তার স্বামী। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে। এ ছাড়া আহতদের সংখ্যা ১৭১ জনে দাঁড়িয়েছে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।