নশিপুর ইউপিতে বিনামূল্যে চারাগাছ বিতরনে সাবেক এমপি লালু

- আপডেট সময় : ০৮:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

২১শে জুলাই সোমবার বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বৃক্ষ (চারা গাছ) বিতরন উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এ উপলক্ষে জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নশিপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, হায়দার আলী, ফজলার রহমান, টুটুল তালুকদার, আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য আনজু মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, ইউপি সদস্য আবু শাহীন সেলিম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুছ আলী গেদা, মমিনুর ইসলাম মমিন, যুবদল নেতা ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম, আসাদুল ইসলাম আশিক, রফিকুল ইসলাম নান্টু, সুমন রানা, আল আমিন, বাদশা, শফিকুল ইসলাম, রুবেল মিয়া, আবু শাহীন, আদর মিয়া স্বেচ্ছাসেবকদল নেতা আল আমিন, ফেরদৌস, এনামুল, ছাত্রদল নেতা মাসুদ রানা, মহব্বত আলী হৃদয়, মিনহাজ, তোহা, শ্রমিক দল নেতা জুয়েল আহম্মেদ প্রমূখ।