ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

- আপডেট সময় : ১১:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলায় ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সোমবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হারুন অর রশিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার গণে শ্যামপুরের আবেদ আলীর ছেলে আব্দুল মোতালেব ওরেফ ছুইতা, মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুল হাই ওরফে হীরা, মির্জাপুর পশ্চিমপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে সোহেল, মির্জাপুর বদ্ধপাড়া আব্দুল হাই ফকির মেম্বারের ছেলে ফরিদ, মুক্তাগাছা উপজেলার কুমারগাতা গ্রামের মৃত আব্দুল রাজ্জাক খেলছু মিয়ার ছেলে আব্দুস সালাম ও জামালপুর জেলার সরিষাবাড়ী রাধনরের গ্রামের মৃত সোলাই বান শেখের ছেলে রমজান আলী।
আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত নুরুল হক ওরফে আশরাফ আলী মুক্তাগাছার মনতলা বাজারে ধান-চালের ব্যবসায়ী ছিলেন। ২০০২ সালের ১৯ জুলাই ময়মনসিংহের মুক্তাগাছা মনতলা ব্রিজের কাছে ব্যবসার কাজে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। ২০ জুলাই স্থানীয় মনতলা ব্রিজের কাছে কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও জানা গেছে, পরে নুরুল হকের স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলার দীর্ঘ তদন্তে ৯ জন অভিযুক্ত হন। তবে মামলার বিচারিক কার্যক্রম চলাকালীন সময়ে তিন অভিযুক্ত মারা যাওয়ায় অন্য ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।