পাবনার চাটমোহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে তিন ফার্মেসিকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে চাটমোহর পৌর শহরের হাসপাতাল গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মেসার্স হাজী ফার্মেসির মালিক জিয়াউর রহমানকে ১০ হাজার টাকা, মানতাসা ফার্মেসির মালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা এবং সরদার ড্রাগের মালিক ইয়াসিন আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক কে এম মুহসিনিন মাহবুব এবং পাবনা জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়