বেজার নির্বাহী সদস্য হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম

- আপডেট সময় : ০৬:০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর পরিকল্পনা ও উন্নয়ন নির্বাহী সদস্য হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম।
রোববার (২০ জুলাই) বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি এখন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, জামালপুর, শ্রীহট্ট, মহেশখালী এবং জাপানি অর্থনৈতিক অঞ্চল—এই পাঁচটি অগ্রাধিকারভিত্তিক অর্থনৈতিক অঞ্চলকে নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগের জন্য প্রস্তুত করতে কাজ করবেন।
এর আগে মো. নজরুল ইসলাম বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে তার কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিয়েছেন। কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণসহ নানা দায়িত্ব পালন করেছেন তিনি।
বেজা জানায়, তার নিয়োগে বেজার পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।