গাজীপুরে জয়দেবপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত

- আপডেট সময় : ০৫:১১:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৬ বার পড়া হয়েছে

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনের পাশে জয়দেবপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে । এ সময় ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হলেও অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, দুপুর পৌনে একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জয়দেবপুর কমিউটার ট্রেনটি হোম সিগন্যাল ক্রস করে জয়দেবপুর স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে ট্রেনের গতি কম থাকায় অল্প দূরে গিয়েই থেমে পড়ে ট্রেনটি। এ সময় যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে নিরাপদে চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, জয়দেবপুর কমিউটার ট্রেনটি চার নম্বর লাইনে লাইনচ্যুত হওয়ায় এই লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এরই মধ্যে একটি ট্রেন জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ট্রেনটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে ইঞ্জিনটি ঘটনাস্থল থেকে অপসারণ করা হবে।