ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

ধসে পড়া পাকিস্তানের ব্যর্থতায় রমিজের খোঁচা

চলনবিলের সময় । স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৬ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের মাটিতে চরম বিপর্যয়ের মুখে পাকিস্তান। মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আট রানে হেরে আগেই সিরিজ খুইয়েছে সফরকারীরা। এখন শঙ্কা আছে হোয়াইটওয়াশ হওয়ারও।

 

পাকিস্তানের এমন লজ্জাজনক পারফরম্যান্সে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। অন্যদিকে দলের অলরাউন্ডার ফাহিম আশরাফ দায় দিচ্ছেন মিরপুরের উইকেটকে।

রমিজ রাজা তার ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ বলেন, ‘বাংলাদেশ আবারও পাকিস্তানকে শিখিয়ে দিল কীভাবে চ্যালেঞ্জিং পিচে খেলা যায়। তারা ব্যাটিং-বোলিং দুই দিকেই এগিয়ে ছিল। ক্যাচ মিস হয়েছে, ফাহিম টিকে থাকলে হয়তো ফল অন্য রকম হতে পারত, কিন্তু শুরুতেই ১৫ রানে ৫ উইকেট হারানোয় পাকিস্তান নিজেরাই ম্যাচ কঠিন করে তোলে।

বাংলাদেশের আত্মবিশ্বাস, মাঠে স্পিরিট এবং জাকের আলীর সাহসী ব্যাটিংকে জয়ের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন রমিজ। বলেন, ‘বাংলাদেশের গ্যালারি পূর্ণ ছিল, তারা আত্মবিশ্বাসে ছিল ভরপুর। বিশেষ করে জাকের আলীর ইনিংস ছিল দুর্দান্ত।

 

অন্যদিকে, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেন ফাহিম আশরাফ। বলেন, ‘বিপিএলে উইকেট যেমন ছিল, এবার তা নয়। তখন ঠান্ডা আবহাওয়ায় পিচে স্পিন তেমন কাজ করত না। কিন্তু এখন নিচের অংশ নরম, ওপরটা শক্ত—যা বল ধরিয়ে দেয়। এটা ব্যাটিংয়ের জন্য খুব একটা সহায়ক নয়।

 

তিনি আরও জানান, ‘গ্রাউন্ডসম্যানরা বলেছে, বৃষ্টির কারণে পিচ পুরোপুরি প্রস্তুত হয়নি। তাই এমন আচরণ করছে। বিপিএলের সময় এমন উইকেট ছিল না।

 

প্রসঙ্গত, ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে করে ১৩৩ রান তোলে। জাকের আলীর ৫৫ রানের ইনিংস ছিল দলের মূল ভরসা। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়। ফাহিম আশরাফ একাই লড়েছেন, ৩২ বলে ৫১ রান করেছেন, কিন্তু তা যথেষ্ট ছিল না।

 

রমিজের মতে, ‘পাকিস্তানের দলে একজন স্পেশালিস্ট স্পিনারও ছিল না—এটাই বড় ঘাটতি। কঠিন কন্ডিশনে রেগুলার বোলারদের দরকার পড়ে।

 

পাকিস্তান ক্রিকেটে আত্মসমালোচনার সময় এসেছে বলে মনে করেন রমিজ। তাঁর ভাষায়,‘শুধু বিগ হিটিং নয়, কন্ডিশন বুঝে খেলা, ডিফেন্স, রানিং বিটুইন দ্য উইকেট—সব বিষয়ে উন্নতি করতে হবে।

 

এখন দেখার বিষয়, তৃতীয় ম্যাচে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে কিনা, নাকি বাংলাদেশই হাসবে হোয়াইটওয়াশের সাফল্যে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধসে পড়া পাকিস্তানের ব্যর্থতায় রমিজের খোঁচা

আপডেট সময় : ০৯:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

বাংলাদেশের মাটিতে চরম বিপর্যয়ের মুখে পাকিস্তান। মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আট রানে হেরে আগেই সিরিজ খুইয়েছে সফরকারীরা। এখন শঙ্কা আছে হোয়াইটওয়াশ হওয়ারও।

 

পাকিস্তানের এমন লজ্জাজনক পারফরম্যান্সে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। অন্যদিকে দলের অলরাউন্ডার ফাহিম আশরাফ দায় দিচ্ছেন মিরপুরের উইকেটকে।

রমিজ রাজা তার ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ বলেন, ‘বাংলাদেশ আবারও পাকিস্তানকে শিখিয়ে দিল কীভাবে চ্যালেঞ্জিং পিচে খেলা যায়। তারা ব্যাটিং-বোলিং দুই দিকেই এগিয়ে ছিল। ক্যাচ মিস হয়েছে, ফাহিম টিকে থাকলে হয়তো ফল অন্য রকম হতে পারত, কিন্তু শুরুতেই ১৫ রানে ৫ উইকেট হারানোয় পাকিস্তান নিজেরাই ম্যাচ কঠিন করে তোলে।

বাংলাদেশের আত্মবিশ্বাস, মাঠে স্পিরিট এবং জাকের আলীর সাহসী ব্যাটিংকে জয়ের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন রমিজ। বলেন, ‘বাংলাদেশের গ্যালারি পূর্ণ ছিল, তারা আত্মবিশ্বাসে ছিল ভরপুর। বিশেষ করে জাকের আলীর ইনিংস ছিল দুর্দান্ত।

 

অন্যদিকে, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেন ফাহিম আশরাফ। বলেন, ‘বিপিএলে উইকেট যেমন ছিল, এবার তা নয়। তখন ঠান্ডা আবহাওয়ায় পিচে স্পিন তেমন কাজ করত না। কিন্তু এখন নিচের অংশ নরম, ওপরটা শক্ত—যা বল ধরিয়ে দেয়। এটা ব্যাটিংয়ের জন্য খুব একটা সহায়ক নয়।

 

তিনি আরও জানান, ‘গ্রাউন্ডসম্যানরা বলেছে, বৃষ্টির কারণে পিচ পুরোপুরি প্রস্তুত হয়নি। তাই এমন আচরণ করছে। বিপিএলের সময় এমন উইকেট ছিল না।

 

প্রসঙ্গত, ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে করে ১৩৩ রান তোলে। জাকের আলীর ৫৫ রানের ইনিংস ছিল দলের মূল ভরসা। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়। ফাহিম আশরাফ একাই লড়েছেন, ৩২ বলে ৫১ রান করেছেন, কিন্তু তা যথেষ্ট ছিল না।

 

রমিজের মতে, ‘পাকিস্তানের দলে একজন স্পেশালিস্ট স্পিনারও ছিল না—এটাই বড় ঘাটতি। কঠিন কন্ডিশনে রেগুলার বোলারদের দরকার পড়ে।

 

পাকিস্তান ক্রিকেটে আত্মসমালোচনার সময় এসেছে বলে মনে করেন রমিজ। তাঁর ভাষায়,‘শুধু বিগ হিটিং নয়, কন্ডিশন বুঝে খেলা, ডিফেন্স, রানিং বিটুইন দ্য উইকেট—সব বিষয়ে উন্নতি করতে হবে।

 

এখন দেখার বিষয়, তৃতীয় ম্যাচে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে কিনা, নাকি বাংলাদেশই হাসবে হোয়াইটওয়াশের সাফল্যে।