একাদশে ভর্তির নীতিমালা জারি হতে পারে আজ

- আপডেট সময় : ০৬:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৫ বার পড়া হয়েছে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খসড়া নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তার স্বাক্ষর হলেই আজ তা জারি করা হতে পারে।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের রুটিন দায়িত্বে থাকা সচিব মজিবুর রহমান কালবেলাকে বলেন, একাদশ ভর্তির নীতিমালা আমাদের পক্ষ থেকে চূড়ান্ত করে ছেড়ে দেওয়া হয়েছে। এটা এখন উপদেষ্টার কার্যালয়ে রয়েছে। তিনি অনুমোদন দিলেই জারি করা হবে।
মন্ত্রণালয়ের কলেজ শাখার একজন কর্মকর্তা জানান, আজই একাদশে ভর্তির নীতিমালা জারি করা হতে পারে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ভর্তি নীতিমালার সিদ্ধান্তের জন্য শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় রয়েছে। আজ বিকেলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৫’ চূড়ান্ত করতে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নীতিমালার খসড়া অনুমোদন পেলেই আবেদন শুরুর তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করার জন্য একটি বৈঠক ডাকা হয়েছিল। তবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সেটি স্থগিত হয়ে যায়। এতে ভর্তির আবেদন শুরুর সম্ভাব্য তারিখও পিছিয়ে যায়।