শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, চোখ হোয়াইটওয়াশের ইতিহাসে

- আপডেট সময় : ০৬:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৫ বার পড়া হয়েছে

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস টস জিতে বলেন, ‘পিচের আচরণ অনুযায়ী লক্ষ্য তাড়া করাই ভালো হবে। আমরা শুরু থেকেই আক্রমণাত্মক থাকতে চাই।’ পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাও বলেন, ‘শেষ ম্যাচটা জিতে সম্মান রক্ষা করাই এখন আমাদের লক্ষ্য।’
বাংলাদেশ আজকের ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনেছে। দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন, দলে সুযোগ পেয়েছেন নাঈম শেখ ও নাসুম আহমেদও।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
পাকিস্তানের একাদশ:
সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হাসান নওয়াজ, সালমান আলী আঘা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়েল।
হেড-টু-হেড পরিসংখ্যান
দুই দল এখন পর্যন্ত ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৯ ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। বাংলাদেশ জিতেছে মাত্র ৫ বার। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে পালাবদলের আভাস স্পষ্ট।