হোয়াইটওয়াশের মিশনে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

- আপডেট সময় : ০৬:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৫ বার পড়া হয়েছে

ঘরের মাঠে পাকিস্তানকে টানা দুই ম্যাচে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ এরই মধ্যে নিশ্চিত করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে এখানেই থেমে থাকতে নারাজ টাইগাররা। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার ইতিহাস গড়বে বাংলাদেশ।
আজকের (২৪ জুলাই) ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। একদিকে বাংলাদেশের সামনে ঐতিহাসিক অর্জনের সুযোগ, অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য সিরিজে অন্তত একটি জয় তুলে আত্মমর্যাদা রক্ষা করা।
এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠে আসবে। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০ এবং অবস্থান ১০ নম্বরে। সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলে টাইগারদের পয়েন্ট দাঁড়াবে ২২৩, যা ৯ নম্বরে থাকা আফগানিস্তানের সমান। ভগ্নাংশের হিসাবে এগিয়ে থাকলে আফগানদের টপকে যাবে বাংলাদেশ।
অন্যদিকে, হোয়াইটওয়াশ হলে পাকিস্তানের রেটিং কমবে ৪ পয়েন্ট। তবে এতে তারা এখনো শীর্ষ আটের মধ্যেই থাকবে। যদি পাকিস্তান শেষ ম্যাচে জয় পায়, তাহলে দুই দলের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না—বাংলাদেশ থাকবে ১০ নম্বরে, পাকিস্তান ৮ নম্বরে।
সিরিজ নিশ্চিত হলেও শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্য সামনে রেখে কিছু কৌশলগত পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল। ওপেনার নাঈম শেখের পরিবর্তে তরুণ তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে একাদশে। পাশাপাশি পেস আক্রমণে ফেরানো হতে পারে তাসকিন আহমেদকে, যিনি দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়েল।