ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

২৮৭ যাত্রী নিয়ে উড়ালের পর বিমানে যান্ত্রিক ত্রুটি

চলনবিলের সময় নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৮ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পর এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে আসে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। ২৮৭ যাত্রী নিয়ে বিমানটি ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়। তবে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে ফের চট্টগ্রামে ফিরে আসে।

চট্টগ্রাম বিমানবন্দর সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের বিমানটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল‍্যান্ডিং গিয়ার কাজ করছিল না। ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ না হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ অবস্থায় ঢাকা পর্যন্ত ফ্লাইটটি পৌঁছানো সম্ভব হবে না আশঙ্কা করে চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল কালবেলাকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে ছিল। পরে যাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইট বিজি-১২২ অনবোর্ড সম্পন্ন করে। পরে সকাল ১০টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২৮৭ যাত্রী নিয়ে উড়ালের পর বিমানে যান্ত্রিক ত্রুটি

আপডেট সময় : ০৬:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পর এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে আসে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। ২৮৭ যাত্রী নিয়ে বিমানটি ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়। তবে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে ফের চট্টগ্রামে ফিরে আসে।

চট্টগ্রাম বিমানবন্দর সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের বিমানটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল‍্যান্ডিং গিয়ার কাজ করছিল না। ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ না হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ অবস্থায় ঢাকা পর্যন্ত ফ্লাইটটি পৌঁছানো সম্ভব হবে না আশঙ্কা করে চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল কালবেলাকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে ছিল। পরে যাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইট বিজি-১২২ অনবোর্ড সম্পন্ন করে। পরে সকাল ১০টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।