ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

সাভারে গ্রামবাসীর মহাসড়ক অবরোধ

‘গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাও’

চলনবিলের সময় নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১২:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে সাভারের বলিয়াপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি। সমাবেশে বক্তারা বলেন, প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও নিজেদের ভিটেমাটি রক্ষা করবেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডের ঢাকাগামী সার্ভিস লেনে ট্রাক দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে মঞ্চ তৈরি করেন স্থানীয়রা। সেই মঞ্চ থেকেই একাত্মতা প্রকাশ করে শত শত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গণসমাবেশ।

বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নকশা বাস্তবায়িত হলে গ্রামটির শত শত বছরের ইতিহাস ও বসবাসযোগ্যতা ধ্বংস হয়ে যাবে। ক্ষতির মুখে পড়বে মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠসহ বহু সামাজিক ও ধর্মীয় স্থাপনা।

স্থানীয় জনপ্রতিনিধি আলামিন মেম্বার বলেন, বলিয়াপুর শুধু একটি গ্রাম নয়, এটি একটি ঐতিহ্য। এখানে হাজারো মানুষের জীবন-জীবিকা জড়িত। এ প্রকল্প বাস্তবায়িত হলে কেউই ঘরবাড়ি নিয়ে টিকে থাকতে পারবে না। তাই সরকারকে বলবো—মানুষ নয়, রুট পরিবর্তন করুন।

বিএনপি নেতা হাজি মো. আবু সাঈদ বলেন, উন্নয়ন আমরা চাই; কিন্তু সেটা যেন ধ্বংস ডেকে না আনে। মাত্র আধা কিলোমিটার পূর্বে সরিয়ে নিলেই আমাদের গ্রামটি রক্ষা পাবে। সরকারের প্রতি অনুরোধ, জনগণের কথা শুনুন, গ্রাম বাঁচান।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, আমরা ডাম্পিং স্টেশন দিয়েছি, মেট্রোরেল দিয়েছি, কৃষিজমিও দিয়েছি। আর কত দেবো? এখন আবার ঘরবাড়ি নিয়ে নিতে চায়! তাহলে আমরা যাবো কোথায়?

সমাবেশে গ্রামবাসী জানান, বলিয়াপুরের প্রতিটি ঘরবাড়ির মালিককে নোটিশ পাঠিয়ে অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তারা বলেন, প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও নিজেদের ভিটেমাটি রক্ষা করবেন। সমাবেশে উচ্চারিত হয় একটাই স্লোগান—‘গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাও!

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকা ঘুরে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। তার আগে প্রায় ১৫ মিনিট ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেন অবরোধ করেন এলাকাবাসী। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাভারে গ্রামবাসীর মহাসড়ক অবরোধ

‘গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাও’

আপডেট সময় : ১২:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে সাভারের বলিয়াপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি। সমাবেশে বক্তারা বলেন, প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও নিজেদের ভিটেমাটি রক্ষা করবেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডের ঢাকাগামী সার্ভিস লেনে ট্রাক দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে মঞ্চ তৈরি করেন স্থানীয়রা। সেই মঞ্চ থেকেই একাত্মতা প্রকাশ করে শত শত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গণসমাবেশ।

বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নকশা বাস্তবায়িত হলে গ্রামটির শত শত বছরের ইতিহাস ও বসবাসযোগ্যতা ধ্বংস হয়ে যাবে। ক্ষতির মুখে পড়বে মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠসহ বহু সামাজিক ও ধর্মীয় স্থাপনা।

স্থানীয় জনপ্রতিনিধি আলামিন মেম্বার বলেন, বলিয়াপুর শুধু একটি গ্রাম নয়, এটি একটি ঐতিহ্য। এখানে হাজারো মানুষের জীবন-জীবিকা জড়িত। এ প্রকল্প বাস্তবায়িত হলে কেউই ঘরবাড়ি নিয়ে টিকে থাকতে পারবে না। তাই সরকারকে বলবো—মানুষ নয়, রুট পরিবর্তন করুন।

বিএনপি নেতা হাজি মো. আবু সাঈদ বলেন, উন্নয়ন আমরা চাই; কিন্তু সেটা যেন ধ্বংস ডেকে না আনে। মাত্র আধা কিলোমিটার পূর্বে সরিয়ে নিলেই আমাদের গ্রামটি রক্ষা পাবে। সরকারের প্রতি অনুরোধ, জনগণের কথা শুনুন, গ্রাম বাঁচান।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, আমরা ডাম্পিং স্টেশন দিয়েছি, মেট্রোরেল দিয়েছি, কৃষিজমিও দিয়েছি। আর কত দেবো? এখন আবার ঘরবাড়ি নিয়ে নিতে চায়! তাহলে আমরা যাবো কোথায়?

সমাবেশে গ্রামবাসী জানান, বলিয়াপুরের প্রতিটি ঘরবাড়ির মালিককে নোটিশ পাঠিয়ে অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তারা বলেন, প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও নিজেদের ভিটেমাটি রক্ষা করবেন। সমাবেশে উচ্চারিত হয় একটাই স্লোগান—‘গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাও!

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকা ঘুরে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। তার আগে প্রায় ১৫ মিনিট ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেন অবরোধ করেন এলাকাবাসী। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।