সংবাদ শিরোনাম :
নোটিশঃ
বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে – প্রাণে বাঁচলেন দুই জেলে

এস.এম. জুয়েল রানা, (পটুয়াখালী জেলা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনির বলির মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে ট্রলারটি জাহাজমারা সুইচগেট এলাকা থেকে সমুদ্রে মাছ ধরতে রওনা দেয়। দুপুর ১টার দিকে গ্যাপের চড় নামক স্থানে পৌঁছালে আকস্মিকভাবে তীব্র ঝড় ও সাগরের উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি।
ট্রলারে থাকা দুই জেলে প্রাণপণভাবে লড়াই করে ডলারের কেবিন ধরে ভেসে থাকার চেষ্টা করেন। প্রবল ঢেউয়ের ধাক্কায় ভেসে গিয়ে অবশেষে তারা জাহাজমারা সমুদ্র সৈকতের কাছে পৌঁছে যান এবং প্রাণে বাঁচেন।
পরে স্থানীয় জেলে ও এলাকাবাসীরা তাদের উদ্ধার করে এবং ট্রলারটি সুইচগেট এলাকায় নিয়ে আসেন।
এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ট্রলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মালিক ও স্থানীয়রা।