ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

বাসে হেনস্তার শিকার ইডেন শিক্ষার্থী, অতঃপর…

চলনবিলের সময় নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১২:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৭ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইডেন মহিলা কলেজের দুই শিক্ষার্থীকে মৌমিতা পরিবহনের বাসে হেনস্তার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা আটটি বাস আটকে রাখেন।

এর আগে বুধবার (২৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জ থেকে কলেজে আসার সময় মৌমিতা বাসে হেলপারের দ্বারা হয়রানির শিকার হন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে ও কলেজের মাঠে মৌমিতা পরিবহনের আটটি বাস আটকে রাখেন এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, নারায়ণগঞ্জ থেকে ইডেন কলেজ পর্যন্ত হাফ ভাড়া ২৫ টাকা। আমরা যখন সেটা দিই, তখন চালকের সহযোগী বলেন, ১০ টাকা বেশি দিতে হবে। আমরা রাজি না হলে তিনি বাজে মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে গাড়ি থেকে নামার সময় ইচ্ছাকৃতভাবে গাড়ি ব্রেক করে আমাকে ফেলে দেয়।

আরেক শিক্ষার্থী বলেন, আমরা প্রতিদিন মৌমিতা বাসে কলেজে আসি। কিন্তু প্রতিবারই নানা কথা শুনতে হয়। হাফ ভাড়া নিতেও চায় না। আমি ও আমার বান্ধবী ২৫ টাকা ভাড়া দিলেও তারা চারবার বাড়তি টাকা দাবি করে। না দিলে রীতিমতো হুমকি দেয়, এমনকি চলন্ত বাস থেকে নামতে বাধ্য করে এবং খারাপ ভাষা ব্যবহার করে।

নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের উত্থাপিত ৮ দফা দাবি হলো :

১. নারী শিক্ষার্থীদের সঙ্গে কোনো প্রকার অসদাচরণ করা যাবে না। ২. হাফ ভাড়া বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে। ৩. যাত্রী ওঠানামার সময় বাস সম্পূর্ণ থামাতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৪. শিক্ষার্থীদের বাসে তুলতে বাধ্যতামূলক ব্যবস্থা নিতে হবে। ৫. সংরক্ষিত নারী আসনে নারীদের বসার নিশ্চয়তা দিতে হবে। ৬. সাপ্তাহিক ছুটির দিনেও হাফ ভাড়া প্রযোজ্য থাকবে। ৭. ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে হেলপার ও চালককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৮. ইডেন কলেজ গেটের সামনে কোনো বাস ইউটার্ন নিতে পারবে না।

বাস মালিক কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

লালবাগ থানার ওসি মোস্তফা বলেন, পরে যদি নারী শিক্ষার্থীদের হেনস্তা বা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়, তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাসে হেনস্তার শিকার ইডেন শিক্ষার্থী, অতঃপর…

আপডেট সময় : ১২:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ইডেন মহিলা কলেজের দুই শিক্ষার্থীকে মৌমিতা পরিবহনের বাসে হেনস্তার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা আটটি বাস আটকে রাখেন।

এর আগে বুধবার (২৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জ থেকে কলেজে আসার সময় মৌমিতা বাসে হেলপারের দ্বারা হয়রানির শিকার হন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে ও কলেজের মাঠে মৌমিতা পরিবহনের আটটি বাস আটকে রাখেন এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, নারায়ণগঞ্জ থেকে ইডেন কলেজ পর্যন্ত হাফ ভাড়া ২৫ টাকা। আমরা যখন সেটা দিই, তখন চালকের সহযোগী বলেন, ১০ টাকা বেশি দিতে হবে। আমরা রাজি না হলে তিনি বাজে মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে গাড়ি থেকে নামার সময় ইচ্ছাকৃতভাবে গাড়ি ব্রেক করে আমাকে ফেলে দেয়।

আরেক শিক্ষার্থী বলেন, আমরা প্রতিদিন মৌমিতা বাসে কলেজে আসি। কিন্তু প্রতিবারই নানা কথা শুনতে হয়। হাফ ভাড়া নিতেও চায় না। আমি ও আমার বান্ধবী ২৫ টাকা ভাড়া দিলেও তারা চারবার বাড়তি টাকা দাবি করে। না দিলে রীতিমতো হুমকি দেয়, এমনকি চলন্ত বাস থেকে নামতে বাধ্য করে এবং খারাপ ভাষা ব্যবহার করে।

নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের উত্থাপিত ৮ দফা দাবি হলো :

১. নারী শিক্ষার্থীদের সঙ্গে কোনো প্রকার অসদাচরণ করা যাবে না। ২. হাফ ভাড়া বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে। ৩. যাত্রী ওঠানামার সময় বাস সম্পূর্ণ থামাতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৪. শিক্ষার্থীদের বাসে তুলতে বাধ্যতামূলক ব্যবস্থা নিতে হবে। ৫. সংরক্ষিত নারী আসনে নারীদের বসার নিশ্চয়তা দিতে হবে। ৬. সাপ্তাহিক ছুটির দিনেও হাফ ভাড়া প্রযোজ্য থাকবে। ৭. ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে হেলপার ও চালককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৮. ইডেন কলেজ গেটের সামনে কোনো বাস ইউটার্ন নিতে পারবে না।

বাস মালিক কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

লালবাগ থানার ওসি মোস্তফা বলেন, পরে যদি নারী শিক্ষার্থীদের হেনস্তা বা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়, তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।