ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

বিতর্কিত গোল বাতিলের পর দর্শকের সঙ্গে নেইমারের উত্তপ্ত বাক্য বিনিময়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৭ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চোট, নিষেধাজ্ঞা আর হতাশায় ভরা ফেরার গল্প। নেইমার জুনিয়রের সান্তোসে প্রত্যাবর্তনটা যেন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। বুধবার রাতে ব্রাজিলিয়ান সিরি আ লিগে ইন্টারনাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হারের পর মাঠেই নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন নেইমার। শেষ মুহূর্তে তার করা একটি গোল বাতিল হয়ে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে তিনি চলে যান দর্শকদের দিকে—আর সেখানেই জড়িয়ে পড়েন এক সান্তোস সমর্থকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে।

ইন্টারনাসিওনালের বিপক্ষে ম্যাচে সান্তোস পিছিয়ে পড়েছিল ২-০ গোলে। যোগ করা সময়ে আলভারো মার্টিন বাররিয়াল একটি গোল করে ব্যবধান কমান। এরপরই ম্যাচের ৯৩তম মিনিটে নেইমার বাঁ পায়ের এক শটে বল জালে জড়ান এবং উদযাপন করেন গ্যালারির সামনে। কিন্তু ভিডিও রিভিউয়ের পর রেফারি গোলটি বাতিল ঘোষণা করেন—কারণ বলটি সম্পূর্ণভাবে গোললাইন অতিক্রম করেনি।

তাৎক্ষণিকভাবে ভিলা বেলমিরো স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে দর্শকদের অসন্তোষ আর দুয়োধ্বনি। আর নেইমারও ধরে রাখেননি নিজেকে। ম্যাচ শেষের পর এক দর্শকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা যায়, নেইমার হাত নেড়ে কিছু বলছেন, পরে থামিয়ে দেন এক সতীর্থ। তারপর অবশ্য হাসিমুখে আঙুল তুলে দেখান ‘থামছি’ এই ইঙ্গিত।

৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা এই মৌসুমে সান্তোসে ফিরলেও মাঠে বেশি সময় কাটাতে পারেননি। একের পর এক মাংসপেশির চোটে ভুগেছেন, এক ম্যাচে হাত দিয়ে বল ঠেকিয়ে লাল কার্ড দেখেছেন, এমনকি কভিড-১৯-এ আক্রান্ত হয়ে আইসোলেশনেও থাকতে হয়েছে। ফিরেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

সান্তোস বর্তমানে ব্রাজিলিয়ান লিগ টেবিলের ১৭তম স্থানে, অবনমন অঞ্চলের ঠিক শুরুতেই। লিগের শেষ চার দল চলে যাবে সিরি বি-তে। অর্থাৎ, নেইমারদের ওপর এখন রীতিমতো চাপ আর আতঙ্ক—ঐতিহ্যবাহী ক্লাবটির অবনমন হয়ে যেতে পারে!

নেইমার যখন সান্তোসে ফিরেছিলেন, তখন সমর্থকদের চোখে ছিল স্বপ্ন—প্রিয় ক্লাবকে আবার গৌরবে ফিরিয়ে আনবেন ‘ছোটবেলার রাজপুত্র’। কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে হতাশায়। আর বিতর্কিত এই গোল কাহিনি যেন সেই হতাশায় ঢেলে দিল নতুন করে আগুন!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিতর্কিত গোল বাতিলের পর দর্শকের সঙ্গে নেইমারের উত্তপ্ত বাক্য বিনিময়

আপডেট সময় : ১২:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

চোট, নিষেধাজ্ঞা আর হতাশায় ভরা ফেরার গল্প। নেইমার জুনিয়রের সান্তোসে প্রত্যাবর্তনটা যেন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। বুধবার রাতে ব্রাজিলিয়ান সিরি আ লিগে ইন্টারনাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হারের পর মাঠেই নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন নেইমার। শেষ মুহূর্তে তার করা একটি গোল বাতিল হয়ে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে তিনি চলে যান দর্শকদের দিকে—আর সেখানেই জড়িয়ে পড়েন এক সান্তোস সমর্থকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে।

ইন্টারনাসিওনালের বিপক্ষে ম্যাচে সান্তোস পিছিয়ে পড়েছিল ২-০ গোলে। যোগ করা সময়ে আলভারো মার্টিন বাররিয়াল একটি গোল করে ব্যবধান কমান। এরপরই ম্যাচের ৯৩তম মিনিটে নেইমার বাঁ পায়ের এক শটে বল জালে জড়ান এবং উদযাপন করেন গ্যালারির সামনে। কিন্তু ভিডিও রিভিউয়ের পর রেফারি গোলটি বাতিল ঘোষণা করেন—কারণ বলটি সম্পূর্ণভাবে গোললাইন অতিক্রম করেনি।

তাৎক্ষণিকভাবে ভিলা বেলমিরো স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে দর্শকদের অসন্তোষ আর দুয়োধ্বনি। আর নেইমারও ধরে রাখেননি নিজেকে। ম্যাচ শেষের পর এক দর্শকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা যায়, নেইমার হাত নেড়ে কিছু বলছেন, পরে থামিয়ে দেন এক সতীর্থ। তারপর অবশ্য হাসিমুখে আঙুল তুলে দেখান ‘থামছি’ এই ইঙ্গিত।

৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা এই মৌসুমে সান্তোসে ফিরলেও মাঠে বেশি সময় কাটাতে পারেননি। একের পর এক মাংসপেশির চোটে ভুগেছেন, এক ম্যাচে হাত দিয়ে বল ঠেকিয়ে লাল কার্ড দেখেছেন, এমনকি কভিড-১৯-এ আক্রান্ত হয়ে আইসোলেশনেও থাকতে হয়েছে। ফিরেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

সান্তোস বর্তমানে ব্রাজিলিয়ান লিগ টেবিলের ১৭তম স্থানে, অবনমন অঞ্চলের ঠিক শুরুতেই। লিগের শেষ চার দল চলে যাবে সিরি বি-তে। অর্থাৎ, নেইমারদের ওপর এখন রীতিমতো চাপ আর আতঙ্ক—ঐতিহ্যবাহী ক্লাবটির অবনমন হয়ে যেতে পারে!

নেইমার যখন সান্তোসে ফিরেছিলেন, তখন সমর্থকদের চোখে ছিল স্বপ্ন—প্রিয় ক্লাবকে আবার গৌরবে ফিরিয়ে আনবেন ‘ছোটবেলার রাজপুত্র’। কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে হতাশায়। আর বিতর্কিত এই গোল কাহিনি যেন সেই হতাশায় ঢেলে দিল নতুন করে আগুন!