শুধু শোক নয়, এ ছিল মানবিক সংহতির এক নীরব বার্তা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার এক ব্যতিক্রমী প্রার্থনা সভার আয়োজন করে শাজাহানপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
উপজেলার মাঝিরা সার্বজনীন কালী মন্দিরে অনুষ্ঠিত এই সভায় মোমবাতি প্রজ্বলন করে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। আহতদের সুস্থতা কামনায় করা হয় বিশেষ প্রার্থনা।
সংগঠনের সভাপতি প্রতাপ মিত্রের সভাপতিত্বে সভায় সহ-সভাপতি রতন, সাধারণ সম্পাদক বলরাম দাস, সম্পাদক অশোক বর্মনসহ বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। প্রতাপ মিত্র বলেন, আমরা আজ ধর্ম, বর্ণ, দলমত ভুলে একত্র হয়েছি মানবিক সংহতির বার্তা দিতে। এই দুর্ঘটনা গোটা জাতিকে কাঁদিয়েছে।
আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এই প্রার্থনা সভা কেবল একটি ধর্মীয় আয়োজন ছিল না, এটি ছিল সামাজিক ঐক্যের এক অনন্য বহিঃপ্রকাশ, যেখানে মানুষই ছিল মুখ্য।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়