পাশের হার মাত্র ২৫.৯৮%, উত্তরণে শিক্ষক সম্মেলন
চাটমোহরে ইউএনও’র উদ্যোগে ইংরেজি ও গণিত শিক্ষকদের সাথে মতবিনিময়

- আপডেট সময় : ০৭:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৬ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহর উপজেলায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার ফলাফল চরম হতাশাজনক। চলতি বছর পাশের হার মাত্র ২৫.৯৮ শতাংশে নেমে এসেছে। ফলাফল পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ শিক্ষার্থী ইংরেজি ও গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছে।
এই বিপর্যয়কর অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে আজ ২৬ জুলাই শুক্রবার চাটমোহর উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ৩০টি দাখিল মাদ্রাসার সুপার, ইংরেজি ও গণিত বিষয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
সভায় ইউএনও বলেন, একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে মানসম্মত শিক্ষা। দাখিল পরীক্ষার এই ফল আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ইংরেজি ও গণিত – এই দুই বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে সম্মানিত শিক্ষকরাই মূল চালিকাশক্তি। তাদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও পেশাগত নিষ্ঠাই পারে এই সংকট কাটিয়ে উঠতে।
সভায় শিক্ষকগণ মাদ্রাসাভিত্তিক পাঠদানের দুর্বলতা, শিক্ষার্থীদের অনুপস্থিতি, অভিভাবকদের উদাসীনতা এবং পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি ইত্যাদি বিষয় তুলে ধরেন। ইউএনও প্রত্যেক প্রতিষ্ঠানকে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানমূলক পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাসও দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সকলে ঐক্যমত প্রকাশ করেন যে, শিক্ষার মানোন্নয়ন ও ফলাফলের উন্নয়নে প্রশাসন ও শিক্ষক সমাজকে একযোগে কাজ করতে হবে।