পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ও সাংবাদিক এস এম আদনান উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও অপসাংবাদিকতার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগীরা।
রোববার (২৭ জুলাই) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর পাবনা জেলা শাখার মুখপাত্র সিরাজুম মুনিরা'র নেতৃত্বে পৌরসভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা আদনান উদ্দিনের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
ভুক্তভোগীদের অভিযোগ, আদনান উদ্দিন নিজেকে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক পরিচয় দিয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং অপসাংবাদিকতার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
তিনি তার মালিকানাধীন স্থানীয় পত্রিকা ‘দৈনিক পাবনার চেতনা’ ব্যবহার করে উদ্দেশ্যমূলক, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছেন। এতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিকভাবে সক্রিয় জনগণের মানহানি হচ্ছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিক্ষোভ শেষে ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ ও স্মারকলিপি দেন। তারা জানান, দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়