বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

- আপডেট সময় : ০৭:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুরে বাড়ির পাশে গর্তের জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (কাঁঠালতলা) গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন। মৃতরা হলেন ওই গ্রামের প্রবাসী শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০২) ও সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)
স্বজনরা জানান, আলিফ মিয়া ও মায়ামনি বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর তাদের উঠানে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নং ওয়ার্ড এর সদস্য মো. এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। তবে কেউ কোনো অভিযোগ করেনি।