বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা তাঁতী লীগের কার্যকারী সদস্য মোঃ আনোয়ার হোসেন (৪৫)কে একটি চলমান মামলার ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ।
শাজাহানপুর থানার মামলা নং-১৭, তারিখ-০৮/০৩/২০২৫ খ্রিঃ, জিআর নং-৮০, ধারা-১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ অনুযায়ী তদন্ত চলাকালে আনোয়ার হোসেনকে আসামী হিসেবে শনাক্ত করা হয়।
উল্লেখ্য, তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা। পিতা ছিলেন মৃত এরশাদ আলী এবং মাতা মোছাঃ রেহেনা বেগম।
পুলিশ জানায়, ২৭ জুলাই ২০২৫ খ্রিঃ, দুপুর অনুমান ১২টা ৩০ মিনিটে তাকে উপজেলা রেজিস্ট্রি অফিস এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অতীত মামলার তথ্য:
আনোয়ার হোসেন এর বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ রয়েছে। ২০০৯ সালের ২৭ জুলাই, শাজাহানপুর থানায় দায়েরকৃত একটি মামলার (এফআইআর নং-২৩, জিআর নং-১৫৩/০৯) এজাহারভুক্ত অভিযুক্ত ছিলেন তিনি।
উক্ত মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ ছিল:
ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী।
পুলিশ সূত্রে জানা গেছে, তার রাজনৈতিক পরিচয় ও অতীত অপরাধমূলক কার্যকলাপকে সামনে রেখেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়