ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ও অপসাংবাদিকতার অভিযোগে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান Logo ১০ আগস্ট এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা Logo অনন্য কীর্তির সামনে স্পেন, ইংলিশদের প্রতিরোধ মিশন Logo এশিয়ার আরেক দেশে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু Logo যুদ্ধবিরতির আলোচনায় সম্মতি, তবুও চলছে পাল্টাপাল্টি হামলা Logo ভারতে পাচারকালে কাঠ জব্দ, আটক ৫ Logo ভাইয়ের হাতে ভাই খুন, মা-ছেলে গ্রেপ্তার Logo থানার পাশের পুকুরে যুবকের মরদেহ, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও Logo ১১ দিনেও উদ্ধার হয়নি কর্ণফুলীতে ডুবে যাওয়া জাহাজ Logo নদীতে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

১০ আগস্ট এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশ হতে পারে। ওই দিন শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফল দেখার পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে।

রোববার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণের ফল দেওয়ার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী ৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে। সে অনুযায়ী আমরা ১০ আগস্ট ফল প্রকাশের জন্য চিন্তাভাবনা করেছি। ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং সংশোধিত ফল বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

এর আগে, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করে। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারে বোর্ডটিতে রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ শিক্ষার্থী মিলে মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় ২১ হাজার বেশি, আর খাতা চ্যালেঞ্জের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

বোর্ড সূত্র জানায়, সবচেয়ে বেশি পুনর্মূল্যায়নের আবেদন পড়েছে গণিত বিষয়ে—সংখ্যা ৪২ হাজার ৯৩৬টি। এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (প্রতিটিতে ১৯ হাজার ৬৮৮টি করে), পদার্থবিজ্ঞান (১৬ হাজার ২৩৩টি) এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১৩ হাজার ৫৫৮টি)। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলায়, মাত্র ৬টি।

তবে, পুনর্নিরীক্ষণের অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয়; বরং উত্তরপত্রে নম্বর যোগে ভুল, প্রশ্ন বাদ পড়া, ওএমআর শিটে নম্বর উঠেছে কি না বা ভুলভাবে বৃত্ত ভরাট হয়েছে কি না—এসব দিক যাচাই করা হয়। সেসব ক্ষেত্রেই নম্বর সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হয়।

এদিকে, শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১০ আগস্ট এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা

আপডেট সময় : ০১:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশ হতে পারে। ওই দিন শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফল দেখার পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে।

রোববার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণের ফল দেওয়ার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী ৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে। সে অনুযায়ী আমরা ১০ আগস্ট ফল প্রকাশের জন্য চিন্তাভাবনা করেছি। ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং সংশোধিত ফল বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

এর আগে, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করে। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারে বোর্ডটিতে রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ শিক্ষার্থী মিলে মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় ২১ হাজার বেশি, আর খাতা চ্যালেঞ্জের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

বোর্ড সূত্র জানায়, সবচেয়ে বেশি পুনর্মূল্যায়নের আবেদন পড়েছে গণিত বিষয়ে—সংখ্যা ৪২ হাজার ৯৩৬টি। এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (প্রতিটিতে ১৯ হাজার ৬৮৮টি করে), পদার্থবিজ্ঞান (১৬ হাজার ২৩৩টি) এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১৩ হাজার ৫৫৮টি)। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলায়, মাত্র ৬টি।

তবে, পুনর্নিরীক্ষণের অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয়; বরং উত্তরপত্রে নম্বর যোগে ভুল, প্রশ্ন বাদ পড়া, ওএমআর শিটে নম্বর উঠেছে কি না বা ভুলভাবে বৃত্ত ভরাট হয়েছে কি না—এসব দিক যাচাই করা হয়। সেসব ক্ষেত্রেই নম্বর সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হয়।

এদিকে, শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।