ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

এবার কোল্ডপ্লের ‘কিস ক্যামে’ মেসি-আন্তোনেলা ধরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৭ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কখনও কিস ক্যাম বিতর্ক তৈরি করে চাকরি কেড়ে নেয়, আবার কখনও তা হয়ে ওঠে ভালোবাসা ও ভক্তির অনন্য স্মারক। সম্প্রতি মার্কিন প্রতিষ্ঠান আস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন মার্কিন জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে ‘কিস ক্যাম’-এ তারই প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তার সাথে আলিঙ্গনরত অবস্থায় ধরা পড়ার পর পদত্যাগ করেছেন—বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক চলছে কর্পোরেট জগতে। ঠিক সেই সময়ে, একই ব্যান্ডের কনসার্টেই ‘কিস ক্যাম’-এ ধরা পড়লেন ফুটবল সম্রাট লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো—তবে এবার তা মিষ্টি মুহূর্তে রূপ নেয় ভাইরাল ভালোবাসায়।

রোববার রাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোল্ডপ্লের ‘Music of the Spheres’ ওয়ার্ল্ড ট্যুরের শেষ মার্কিন কনসার্টে উপস্থিত ছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক মেসি। পারিবারিক স্যুইটে ছিলেন স্ত্রী আন্তোনেলা ও তিন সন্তান নিয়ে। হঠাৎ কনসার্টের মাঝে বড় স্ক্রিনে ধরা পড়ে তাদের রোমান্টিক মুহূর্ত—’কিস ক্যাম’ পুরো স্টেডিয়ামে বাজিয়ে তোলে এক আবেগঘন সুর।

কোল্ডপ্লের ভোকালিস্ট ক্রিস মার্টিন মঞ্চ থেকেই মেসিকে স্বাগত জানিয়ে বলেন— ‘আজ আমাদের ব্যান্ডের গান শুনতে আসার জন্য সর্বকালের সেরা ক্রীড়াবিদকে ধন্যবাদ’

মেসির নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই গ্যালারি যেন বিস্ফোরিত হয়ে ওঠে—মেসি! মেসি! চিৎকারে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

সাম্প্রতিক সময়ে কোল্ডপ্লের আরেক কনসার্টেই আস্ট্রোনোমার সিইও অ্যান্ডি বাইরন ও তার কোম্পানির এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবটের ‘কিস ক্যাম’ দৃশ্য ভাইরাল হওয়ার পর তাদের দুজনকেই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়, এবং পরে বাইরন পদত্যাগ করেন। এই ঘটনা কর্পোরেট শুদ্ধাচার, নীতিমালা এবং জনমতের গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করে।

কিন্তু মেসি-আন্তোনেলার মুহূর্ত ছিল সম্পূর্ণ বিপরীত—একটি স্বচ্ছ, উষ্ণ পারিবারিক ভালবাসার উদযাপন। ভক্তদের কাছে তা ছিল কিংবদন্তির আরও একটি মানবিক রূপ দেখার সুযোগ।

সাম্প্রতিক ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে না পারলেও, মেসি এখনো আছেন আলোচনার শীর্ষে। কনসার্টে তাঁর উপস্থিতি, পারিবারিক মুহূর্ত এবং ক্রিস মার্টিনের সরাসরি স্বীকৃতি—সব মিলিয়ে এটি পরিণত হয়েছে এক আবেগঘন সন্ধ্যায়, যেখানে কিস ক্যাম বিতর্ক নয়, বরং ভালবাসা, স্নেহ এবং কিংবদন্তির প্রতি শ্রদ্ধাই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এবার কোল্ডপ্লের ‘কিস ক্যামে’ মেসি-আন্তোনেলা ধরা

আপডেট সময় : ০৬:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

কখনও কিস ক্যাম বিতর্ক তৈরি করে চাকরি কেড়ে নেয়, আবার কখনও তা হয়ে ওঠে ভালোবাসা ও ভক্তির অনন্য স্মারক। সম্প্রতি মার্কিন প্রতিষ্ঠান আস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন মার্কিন জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে ‘কিস ক্যাম’-এ তারই প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তার সাথে আলিঙ্গনরত অবস্থায় ধরা পড়ার পর পদত্যাগ করেছেন—বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক চলছে কর্পোরেট জগতে। ঠিক সেই সময়ে, একই ব্যান্ডের কনসার্টেই ‘কিস ক্যাম’-এ ধরা পড়লেন ফুটবল সম্রাট লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো—তবে এবার তা মিষ্টি মুহূর্তে রূপ নেয় ভাইরাল ভালোবাসায়।

রোববার রাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোল্ডপ্লের ‘Music of the Spheres’ ওয়ার্ল্ড ট্যুরের শেষ মার্কিন কনসার্টে উপস্থিত ছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক মেসি। পারিবারিক স্যুইটে ছিলেন স্ত্রী আন্তোনেলা ও তিন সন্তান নিয়ে। হঠাৎ কনসার্টের মাঝে বড় স্ক্রিনে ধরা পড়ে তাদের রোমান্টিক মুহূর্ত—’কিস ক্যাম’ পুরো স্টেডিয়ামে বাজিয়ে তোলে এক আবেগঘন সুর।

কোল্ডপ্লের ভোকালিস্ট ক্রিস মার্টিন মঞ্চ থেকেই মেসিকে স্বাগত জানিয়ে বলেন— ‘আজ আমাদের ব্যান্ডের গান শুনতে আসার জন্য সর্বকালের সেরা ক্রীড়াবিদকে ধন্যবাদ’

মেসির নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই গ্যালারি যেন বিস্ফোরিত হয়ে ওঠে—মেসি! মেসি! চিৎকারে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

সাম্প্রতিক সময়ে কোল্ডপ্লের আরেক কনসার্টেই আস্ট্রোনোমার সিইও অ্যান্ডি বাইরন ও তার কোম্পানির এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবটের ‘কিস ক্যাম’ দৃশ্য ভাইরাল হওয়ার পর তাদের দুজনকেই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়, এবং পরে বাইরন পদত্যাগ করেন। এই ঘটনা কর্পোরেট শুদ্ধাচার, নীতিমালা এবং জনমতের গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করে।

কিন্তু মেসি-আন্তোনেলার মুহূর্ত ছিল সম্পূর্ণ বিপরীত—একটি স্বচ্ছ, উষ্ণ পারিবারিক ভালবাসার উদযাপন। ভক্তদের কাছে তা ছিল কিংবদন্তির আরও একটি মানবিক রূপ দেখার সুযোগ।

সাম্প্রতিক ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে না পারলেও, মেসি এখনো আছেন আলোচনার শীর্ষে। কনসার্টে তাঁর উপস্থিতি, পারিবারিক মুহূর্ত এবং ক্রিস মার্টিনের সরাসরি স্বীকৃতি—সব মিলিয়ে এটি পরিণত হয়েছে এক আবেগঘন সন্ধ্যায়, যেখানে কিস ক্যাম বিতর্ক নয়, বরং ভালবাসা, স্নেহ এবং কিংবদন্তির প্রতি শ্রদ্ধাই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।