বিতর্কে যুক্তির জয়—চ্যাম্পিয়ন হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়

- আপডেট সময় : ০৬:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৬ বার পড়া হয়েছে

চলনবিল অঞ্চলে আয়োজিত আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চাটমোহরের হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিয়েছে। মোট ৮টি বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে ভাঙ্গুড়ার মাদার বাড়ীয়া উচ্চ বিদ্যালয়।
চ্যাম্পিয়ন দলের দলনেতা মোছাঃ তাসফিয়া খন্দকার দক্ষ নেতৃত্ব ও উপস্থাপনার গুণে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
প্রতিযোগিতার মূল পর্ব শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাবরিনা নাজ। তিনি বলেন—
“বিতর্ক প্রতিযোগিতা কেবল কথার লড়াই নয়—এটি নতুন প্রজন্মের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্ব, ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম। সঞ্চালনা ও বিচারকার্যে তাঁর দক্ষ উপস্থিতি প্রতিযোগিতাকে করেছে আরও প্রাণবন্ত।
এই আয়োজনের প্রধান সমন্বয়কারী ও সভাপতির দায়িত্ব পালন করেন সামিরন স্মৃতি গণপাঠাগারের পৃষ্ঠপোষক ড. খায়রুজ্জামান মুন্নু। তাঁর নেতৃত্বে এই অনুষ্ঠান হয়ে ওঠে শিক্ষার্থীদের জন্য একটি মেধাবিকাশের উজ্জ্বল প্ল্যাটফর্ম।
উল্লেখযোগ্য তথ্য:
মোট অংশগ্রহণকারী বিদ্যালয়: ০৮টি
আয়োজনে সহায়তাকারী: সামিরন স্মৃতি গণপাঠাগার
স্থান: চলনবিল অঞ্চল, পাবনা
এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হলে মফস্বলের শিক্ষার্থীরাও আত্মবিশ্বাস, নেতৃত্ব ও বিশ্লেষণী শক্তিতে সমৃদ্ধ হবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট সবাই।