ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

২ লাখ কোটি টাকার চিপ সরবরাহ চুক্তি সই স্যামসাং-টেসলার

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,
  • আপডেট সময় : ০৬:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার সঙ্গে ১৬.৫ বিলিয়ন ডলারের (২ লাখ কোটি টাকারও বেশি) চিপ সরবরাহ চুক্তি সই করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। সোমবার রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।

এই চুক্তির আওতায় স্যামসাং টেক্সাসে তাদের নতুন কারখানায় টেসলার-পরবর্তী প্রজন্মের এআই৬ চিপ তৈরি করবে। চুক্তিটির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত।

চুক্তির খবর প্রকাশ্যে আসার পর স্যামসাংয়ের শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে যায়। এদিকে, ইলন মাস্ক নিজেই এক এক্স পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘স্যামসাং আমাদের উৎপাদন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সহায়তা করছে। আমি নিজেই কারখানায় গিয়ে তদারকি করব, যেহেতু এটি আমার বাড়ি থেকে বেশি দূরে নয়।

মাস্ক আরও বলেন, ‘টেক্সাসের স্যামসাং কারখানাটি শুধু টেসলার জন্য বিশেষভাবে এআই চিপ তৈরিতে ব্যবহৃত হবে। এটি আমাদের কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

এর আগে স্যামসাং চিপ সরবরাহসংক্রান্ত এই বিশাল চুক্তির কথা জানালেও গ্রাহকের নাম প্রকাশ করেনি। তবে মাস্কের ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয় যে টেসলাই সেই ক্রেতা।

বিশ্লেষকরা মনে করছেন, স্যামসাং-টেসলা এই অংশীদারত্ব দক্ষিণ কোরিয়ার জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব জোরদারের মাধ্যমে দেশটি চিপ ও জাহাজ নির্মাণ খাতে আমদানি শুল্ক হ্রাসের সুযোগ খুঁজছে।

বর্তমানে টিএসএমসি ও এসকে হাইনিক্সের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ উৎপাদনে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে আছে স্যামসাং। তবে এই চুক্তি তাদের চুক্তিভিত্তিক উৎপাদন খাতকে পুনরায় চাঙা করতে সহায়তা করতে পারে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২ লাখ কোটি টাকার চিপ সরবরাহ চুক্তি সই স্যামসাং-টেসলার

আপডেট সময় : ০৬:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার সঙ্গে ১৬.৫ বিলিয়ন ডলারের (২ লাখ কোটি টাকারও বেশি) চিপ সরবরাহ চুক্তি সই করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। সোমবার রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।

এই চুক্তির আওতায় স্যামসাং টেক্সাসে তাদের নতুন কারখানায় টেসলার-পরবর্তী প্রজন্মের এআই৬ চিপ তৈরি করবে। চুক্তিটির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত।

চুক্তির খবর প্রকাশ্যে আসার পর স্যামসাংয়ের শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে যায়। এদিকে, ইলন মাস্ক নিজেই এক এক্স পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘স্যামসাং আমাদের উৎপাদন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সহায়তা করছে। আমি নিজেই কারখানায় গিয়ে তদারকি করব, যেহেতু এটি আমার বাড়ি থেকে বেশি দূরে নয়।

মাস্ক আরও বলেন, ‘টেক্সাসের স্যামসাং কারখানাটি শুধু টেসলার জন্য বিশেষভাবে এআই চিপ তৈরিতে ব্যবহৃত হবে। এটি আমাদের কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

এর আগে স্যামসাং চিপ সরবরাহসংক্রান্ত এই বিশাল চুক্তির কথা জানালেও গ্রাহকের নাম প্রকাশ করেনি। তবে মাস্কের ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয় যে টেসলাই সেই ক্রেতা।

বিশ্লেষকরা মনে করছেন, স্যামসাং-টেসলা এই অংশীদারত্ব দক্ষিণ কোরিয়ার জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব জোরদারের মাধ্যমে দেশটি চিপ ও জাহাজ নির্মাণ খাতে আমদানি শুল্ক হ্রাসের সুযোগ খুঁজছে।

বর্তমানে টিএসএমসি ও এসকে হাইনিক্সের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ উৎপাদনে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে আছে স্যামসাং। তবে এই চুক্তি তাদের চুক্তিভিত্তিক উৎপাদন খাতকে পুনরায় চাঙা করতে সহায়তা করতে পারে বলে আশা করা হচ্ছে।