৩৬ ঘণ্টা অনশনের পর অবশেষে শুভ পরিণয়: শারমিন-সিহাবের বিয়ে সম্পন্ন

- আপডেট সময় : ১১:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

৩৬ ঘণ্টার প্রতীক্ষা আর অনশনের অবসান ঘটিয়ে অবশেষে চার হাত এক হলো। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের উত্তর বিলহামলা গ্রামের মৃত শাহিনের কন্যা, কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার (১৮), গতকাল ২৭ জুলাই সকাল থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করেছিলেন। তার ভালোবাসার মানুষ, বগুড়া সদরের নামুজা চকরামপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র সিহাবের বাড়িতেই চলছিল এই অনশন। আজ, উভয় পক্ষের সম্মতিক্রমে, ২ লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে এক আনন্দমুখর পরিবেশে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় গতকাল সকালে, যখন শারমিন বিয়ের দাবিতে সিহাবের বাড়িতে এসে অবস্থান নেন। এই আকস্মিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘ ৩৬ ঘণ্টা ধরে তিনি না খেয়ে সেখানেই অবস্থান করছিলেন, যা স্থানীয়দের মধ্যে গভীর সহানুভূতি এবং আলোচনার জন্ম দেয়। অবশেষে, পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় উভয় পক্ষ আলোচনার টেবিলে বসে। দীর্ঘ আলোচনার পর, বর ও কনে উভয়ই তাদের সম্পর্ককে স্বীকৃতি দিতে এবং বিয়ের মাধ্যমে একটি নতুন জীবন শুরু করতে সম্মত হন। সিহাবের বাড়িতেই এক অনাড়ম্বর কিন্তু আনন্দপূর্ণ পরিবেশে তাদের বিবাহ সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন উভয় পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রতিবেশীরা। এই বিয়ে প্রমাণ করল যে, ভালোবাসা এবং ধৈর্যের মাধ্যমে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।
এই ঘটনা সমাজে একটি ইতিবাচক বার্তা দিয়েছে যে, বোঝাপড়া এবং সম্মতির মাধ্যমে জটিল পারিবারিক পরিস্থিতিও সুন্দরভাবে সমাধান করা যায়। নবদম্পতিকে এখন সবার শুভকামনা।