ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাই সামাল দেওয়া যাচ্ছে না : আমীর খসরু

চলনবিলের সময় নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০১:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৬ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগ এত কম যে, দেশের মানুষ তাদের পকেট থেকে সবচেয়ে বেশি এই খাতে ব্যয় করে। প্রাথমিক স্বাস্থ্যসেবার যে বিষয়টা, সেটা তো আমরা দিতে পারছি না। একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাই সামাল দেওয়া যাচ্ছে না।

সোমবার (২৮ জুলাই) উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত লামিয়া আক্তার সোনিয়ার পরিবারকে সমবেদনা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে উত্তরার ১৭ নম্বর সেক্টরে নিহত সোনিয়ার বাসায় যান আমীর খসরু। সোনিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া তার মেয়ে আসমাউল হুসনা জায়রাকে আনতে গিয়ে নিহত হন।

সাংবাদিকদের আমীর খসরু বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার বিষয়টা যে আসে সেটা তো আমাদের দেশে আমরা দিতে পারছি না। একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাই সামাল দেওয়া যাচ্ছে না। এ রকম তো একসঙ্গে চারটাও হতে পারে। তো এটা দুঃখের বিষয়। আগামী দিনে স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং এটাকে পেশাগতভাবে কার্যকর করতে হবে।

নিহতদের প্রসঙ্গে তিনি বলেন, এই পরিবারগুলোর জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাদের এই বেদনা নিয়ে বাঁচতে হবে। তারেক রহমান সাহেবের নির্দেশ, যত সহযোগিতা প্রয়োজন আমাদের দলের পক্ষ থেকে তা করার চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এ রকম একটা দুর্ঘটনা কেন হলো? হওয়ার পর স্বাস্থ্য সেবা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটা নিয়েও চিন্তা করা দরকার। এটা সবার জন্য শিক্ষণীয় ব্যাপার। এর সঙ্গে যেসব পক্ষ আছে, তাদেরও চিন্তা করা দরকার। সবার পক্ষ থেকে চিন্তা-ভাবনা করে, এই দুর্ঘটনার পেছনে কারণগুলো কী ছিল, বার্ন ইউনিটের স্বল্পতা দেখেছি। সুতরাং এগুলোর সমাধান আমাদের করতে হবে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাই সামাল দেওয়া যাচ্ছে না : আমীর খসরু

আপডেট সময় : ০১:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগ এত কম যে, দেশের মানুষ তাদের পকেট থেকে সবচেয়ে বেশি এই খাতে ব্যয় করে। প্রাথমিক স্বাস্থ্যসেবার যে বিষয়টা, সেটা তো আমরা দিতে পারছি না। একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাই সামাল দেওয়া যাচ্ছে না।

সোমবার (২৮ জুলাই) উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত লামিয়া আক্তার সোনিয়ার পরিবারকে সমবেদনা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে উত্তরার ১৭ নম্বর সেক্টরে নিহত সোনিয়ার বাসায় যান আমীর খসরু। সোনিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া তার মেয়ে আসমাউল হুসনা জায়রাকে আনতে গিয়ে নিহত হন।

সাংবাদিকদের আমীর খসরু বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার বিষয়টা যে আসে সেটা তো আমাদের দেশে আমরা দিতে পারছি না। একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাই সামাল দেওয়া যাচ্ছে না। এ রকম তো একসঙ্গে চারটাও হতে পারে। তো এটা দুঃখের বিষয়। আগামী দিনে স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং এটাকে পেশাগতভাবে কার্যকর করতে হবে।

নিহতদের প্রসঙ্গে তিনি বলেন, এই পরিবারগুলোর জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাদের এই বেদনা নিয়ে বাঁচতে হবে। তারেক রহমান সাহেবের নির্দেশ, যত সহযোগিতা প্রয়োজন আমাদের দলের পক্ষ থেকে তা করার চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এ রকম একটা দুর্ঘটনা কেন হলো? হওয়ার পর স্বাস্থ্য সেবা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটা নিয়েও চিন্তা করা দরকার। এটা সবার জন্য শিক্ষণীয় ব্যাপার। এর সঙ্গে যেসব পক্ষ আছে, তাদেরও চিন্তা করা দরকার। সবার পক্ষ থেকে চিন্তা-ভাবনা করে, এই দুর্ঘটনার পেছনে কারণগুলো কী ছিল, বার্ন ইউনিটের স্বল্পতা দেখেছি। সুতরাং এগুলোর সমাধান আমাদের করতে হবে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।