বগুড়া শেরপুরে আদিবাসী পরিবারকে জমি ছাড়ার হুমকির অভিযোগ ,প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ১১:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুর উপজেলার চক দেউলী গ্রামের এক আদিবাসী পরিবারের ভোগদখলীয় সম্পত্তি দখলে নিতে সংঘবদ্ধভাবে হামলা, হুমকি ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ। আজ মঙ্গলবার ২৯ জুলাই বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী বীরেন্দ্র নাথ মাহাতো। তিনি বলেন, তার মামা গজেন্দ্র নাথ মাহাতোর মৃত্যুর পর তার স্বত্ব দখলীয় উপজেলার কদিমুকুন্দ মৌজার সিএস-১০০, এমআরআর-১৩৬, আরএস-৭৯ খতিয়ানের হাল দাগ ৯৮৩ (৪৪ শতক), ৯৮৪ (৪৫ শতক) মোট ৮৯ শতক ধানী জমির একমাত্র বৈধ উত্তরাধিকারী হিসেবে খাজনা, খারিজ করে ভোগদখলে আছেন। কিন্তু এলাকার প্রভাবশালী ব্যক্তি মওলা বক্স (পিতা: মৃত ছফের আলী), নুরুন্নাহার, ডা. নুর আলম, জাবেদ আলী ও অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে তার জমি জোরপূর্বক দখল করার চেষ্টায় আছে।
বীরেন্দ্র নাথ বলেন, ২০২৫ সালের ৬ মার্চ আদালত তার পক্ষে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন (মামলা নং: ৭১/২০২৫), বলা হয় বিবাদীরা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করতে পারবেন না। তবে আদেশ পাওয়ার পরও বিবাদীরা সন্ত্রাসী নিয়ে তার মাছ চাষের পুকুরে হামলা চালায় এবং লুটপাটের চেষ্টা করে। স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকেও আশানুরূপ সহায়তা পাননি, বার বার অবহেলার শিকার। আশঙ্কা প্রকাশ করেন, সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় তার ওপর নতুন করে হামলা হতে পারে। সংবাদ সম্মেলনে বীরেন্দ্র নাথ তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, আদালতের আদেশ বাস্তবায়ন, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সংখ্যালঘু আদিবাসী হিসেবে তার সম্পত্তির অধিকার সংরক্ষণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। প্রয়োজন হলে তিনি ও তার পরিবার বগুড়া শহরের সাতমাথায় শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালন করবেন।